পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
দীর্ঘ প্রতীক্ষার পর রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরনায় বাঁশের সাঁকো বদলে এবার কংক্রিটের সেতুতে। কয়েক দশক ধরে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল ওই বাঁশের নড়বড়ে সাঁকো।

তা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে বিশেষ করে বর্ষার মুহূর্তে চলাচল করতে হতো একাধিক গ্রামের বাসিন্দাদের।
এবার সেখানে গড়ে উঠতে চলেছে স্থায়ী সেতু। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের লালবাজারের ধরধরা এলাকায় এই সেতুর শিলান্যাস করেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল।

তিনি বলেন, এই সেতুটি তৈরির কাজ শেষ হলে এলাকার মানুষজনের যাতায়তের ক্ষেত্রে অনেকটাই স্বস্তি ফিরবে। ওই এলাকায় একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি উঠে এসেছিল এলাকার বাসিন্দাদের তরফে। সাধারণ মানুষের কথা শুনে এবং দেখে অবশেষে সেখানটায় স্থায়ী সেতু তৈরির প্রস্তাব পাঠানো হয় উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে।
আরও পড়ুনঃ করোনা আতঙ্কে পিছিয়ে গেল রাজ্যের পুরভোট
সেখান থেকে বিষয়টি অনুমোদন হয়ে আসে এবং আর্থিকভাবে বরাদ্দ হয়। তিনি আরও জানান, শুধু সেতুর জন্য পি বি জি ফান্ড থেকে বরাদ্দ হয়েছে পনেরো লক্ষ ছাব্বিশ হাজার তিনশ চৌত্রিশ টাকা। অবশেষে কাজ শুরু হওয়ায় রীতিমতো আনন্দিত এলাকার বাসিন্দারা।
এদিন সেখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকর্মী জাকির হোসেন এবং নুর উদ্দিন সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584