নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
প্রাক্তন পরিবহন মন্ত্রী ডেবরা গ্রামীন উৎসবের (২০১৯)উদ্বোধন করতে এসে মদন মিত্র বললেন দল যাকে টিকিট দেবে সেই প্রার্থী হবে এই নিয়ে কোন বিদ্বেষ নয়,এখানে নতুন পুরাতন বলে কিছু নয়,এখানে ৪২এ ৪২ আসন আমরা পাব।
উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে আজ।আজ থেকেই আবার শুরু হয়েছে সাতদিন ব্যাপী ডেবরা গ্ৰামীন মেলা। আর মেলা মানেই জনসংযোগের পীঠস্থান। লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে।ভোটের নির্বাচনী বিধি চালু হয়েছে।
আরও পড়ুনঃ বালুরঘাটে সাঁওতালি কবিয়াল মেলা
তাই শাসক দল তথা তৃণমূল কংগ্রেস ভোট প্রচারের অংগ হিসেবে বেছে নিয়েছে এই গ্ৰামীন মেলাকে।এই মেলাটি পরিচালনা করছে শাসক দল তথা তৃণমূল কংগ্রেস।এই মেলার উদ্বোধন করেন প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্র।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিবেক মুখার্জি,অলোক আচার্য, খড়গপুর পৌরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার, তৃনমূল নেতা সুশান্ত পাল, গোপাল সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনা করেন মেলা কমিটির সভাপতি শীতেস ধাড়া।মেলা উদ্বোধনের আগে প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্র এক সাংবাদিক সম্মেলনে জানান যে অংকের নিয়মে যদি ৪২ এ ৪৩ হতো তবে তৃনমূল ৪৩ টায় আসনে জয়লাভ করতো।
কিন্তু তা সম্ভব নয়,তাই বলছি ৪২ এ ৪২ তৃনমূল কংগ্রেস পাবে। বিরোধী তথা বিজেপি এই বংগে ৫০ শতাংশ এর বেশি কোথাও এজেন্ট দিতে পারবে না।তাছাড়া ওরা নির্বাচন কমিশন এ গিয়ে বলতে পারতো বিজেপি ছাড়া কেউ যেন এজেন্ট দিতে না পারে তার ব্যবস্থা করতে।তৎসত্ত্বেও বাংলার মানুষ তৃনমূল ছাড়া আর কাউকে ভোট দেবেন না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584