দলমার দলের দাপটে ক্ষতিগ্রস্ত গ্রামের চাষিরা

0
47

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
চলতি মরসুমে বারবার দলমার হাতি বসতি এলাকায় ঢুকে পড়েছে।আবারও এলাকায় হাতি ঢুকে ত্রাস সৃষ্টি করলো।এই ঘটনায় বনদপ্তর এর ওপর ক্ষুব্ধ এলাকার চাষিরা।ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের বেশ কিছু গ্রামের ধান ক্ষেতে শনিবার সকালে তান্ডব চালায় ২৫ টি হাতির একটি দল।মাঠে কেটে রাখা পাকা ধান খেয়ে এবং পায়ে মাড়িয়ে হাতির দল নষ্ট করে দিয়েছে কয়েকশো বিঘা জমির ফসল।এলাকায় ঢুকেও তাণ্ডব চালাচ্ছে হাতির দল।

নিজস্ব চিত্র

প্রায় দিন হাতির দল আসছে ক্ষতি করছে এলাকায়।তার জেরে মানুষ আরও ক্ষোভ প্রকাশ করছে ।এদিন ক্ষোভে ফেটে পড়েন সাঁকরাইল ব্লকের চুনপড়া, ধানঘোরি সহ কয়েকটি গ্রামের বাসিন্দারা।হাতির দলের এই ফসল ক্ষতির জন্য সরকারি ক্ষতিপূরণ এর দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত চাষিরা।হাতিগুলোকে এলাকা থেকে সরিয়ে দেওয়ারও দাবিও জানানো হয়েছে বারবার।কয়েকদিন আগেই ঝাড়গ্রাম এর প্রশাসনিক সভায় হাতি নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী।তবে চাষিদের অবস্থা এখনও ফেরেনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here