নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন গ্রামীণ সম্পদ কর্মীদের স্থায়ীকরণ সহ একটি সিস্টেমের মধ্যে আনা হবে৷ কিন্তু ভোট পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি পূরণ করেননি মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সেই প্রতিশ্রুতি পূরণ সহ স্থায়ীকরণ ও সুনিশ্চিত কাজের দাবি সহ সাত দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয় বিডিওর হাতে৷
জেলার অন্যান্য ব্লকের মত সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা – ২ নং ব্লকের গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের পক্ষ থেকে এদিন এই স্মারকলিপি তুলে দেওয়া হয় ব্লকের বিডিও সোফিয়া আব্বাসের হাতে। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অলোক কুমার মন্ডল, সহ সভাপতি গৌতম ঘোষ সহ ব্লকের প্রায় তিরিশ জন সম্পদ কর্মী। এদিন তারা সামাজিক দূরত্ব বজায় রেখে মিছিল করে গিয়ে ব্লক চত্বরে উপস্থিত হয় এবং বিডিওর হাতে স্বারকলিপি তুলে দেন। সংগঠনের সভাপতি অলোক কুমার মন্ডল জানান, কোভিড মোকাবিলায় আমরা নিজেদের জীবন বাজি রেখে রাতদিন কাজ করে চলেছি৷
আরও পড়ুনঃ সরকারের সাহায্যের আশায় দিন গুনছেন লিলো, গুলাপীরা
অথচ আমাদের নেই স্বাস্থ্যসাথী, নেই সুনিশ্চিত কাজের আশ্বাস কিম্বা স্থায়ীকরণ। অথচ মুখ্যমন্ত্রী লোকসভা ভোটের আগে আমাদের নানান প্রতিশ্রুতি দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর সেই প্রতিশ্রুতি পূরণের দাবিতেই আজ আমাদের এই ডেপুটেশন। বিডিও সোফিয়া আব্বাস জানিয়েছেন, গ্রামীণ সম্পদ কর্মীদের দাবি খুবই মানবিকতার দৃষ্টিতে দেখা হচ্ছে। তাদের এই দাবি সম্বলিত স্বারকলিপি যথাস্থানে পাঠিয়ে দেওয়া হবে৷ উল্লেখ করা যায় গোয়ালতোড় ব্লকে একশো জন গ্রামীণ সম্পদ কর্মী নিযুক্ত রয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584