পিয়ালী দাস, বীরভূমঃ
মুড়ি মিলের লাইনে আগে দাঁড়ানো কে ঘিরে প্রথমে বচসা তারপর হাতাহাতি, প্রতিবাদী যুবক বিধান লেট কে পিটিয়ে খুন করার অভিযোগ স্থানীয় যুবকদের বিরুদ্ধে ।
ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার আট গ্রামে । বিধানের পরিবারের সদস্যরা জানান, রবিবার মুড়ি মিলের লাইন দেওয়া কে কেন্দ্র করে বিধান লেটর সঙ্গে স্থানীয় কয়েক জনের বচসা হয়। সেই সময় স্থানীয় বাসিন্দাদের হস্তক্ষেপে সাময়িক ঝামেলা মিটে যায়। কিন্তু রাতে ওই যুবকরা ফের বিধান কে আক্রমণ করে ৷
আরও পড়ুনঃ ফাঁসিদেওয়ায় মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু
বাড়িতে ঢুকে কয়েকজন যুবক তাকে লাঠি, কিল, ঘুসি মারে । তারপর সেখান থেকে আহত বিধানকে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। আশঙ্কা জনক অবস্থায় রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল ভর্তি করা হয় বিধান লেট কে । সেখানেই তার মৃত্যু হয় ।
মৃত যুবকের মা জানান স্থানীয় যুবক বুধো লেট ও তার সাঙ্গপাঙ্গরা তার ছেলে বিধান কে খুন করেছে। এই মর্মে নলহাটি থানায় একটি খুনের মামলা রুজু হয়েছে। নলাহাটি থানার পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584