নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
নিজের প্রাপ্য আবাস যোজনার টাকা অন্যের অ্যাকাউন্টে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল শাসিত পঞ্চায়েতের উপ-প্রধানের স্বামীর বিরুদ্ধে। এমনটাই অভিযোগ তুলে বিডিও ও মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের নয়াটোলার বাসিন্দা আনসারুল।
তার অভিযোগ, তুলসিহাটা পঞ্চায়েতের উপপ্রধান ও স্থানীয় মেম্বার তার কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে নিয়ে জানান, তার নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আসবে। সেই মত তিনি বিশ্বাস করে কাগজপত্র জমা দেন। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও আবাস যোজনার টাকা তার অ্যাকাউন্টে আসেনি।
আরও পড়ুনঃ রাস্তা নির্মান নিয়ে তদন্তের নির্দেশ, বিতর্ক শুরু
অন্যদিকে তিনি জানতে পারেন উপ-প্রধানের স্বামী আব্বাস আলীর প্রতিবেশী, তার নামও আনসারুল, তার অ্যাকাউন্টে তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান ও স্থানীয় মেম্বার যোগসাজশে সেই আবাস যোজনার টাকা পাইয়ে দিয়েছেন।
বিষয়টি যিনি নথিপত্র দিয়েছিলেন, সেই ব্যক্তি গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মৌখিক অভিযোগ জানিয়েছেন। কিন্তু কোন লাভ হয়নি। তাই তিনি বিডিওর কাছে লিখিত অভিযোগ জানান। বিডিও অনির্বান বসু জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584