নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
লকডাউনের মধ্যে হাতির হানায় আতঙ্কিত সাধারণ মানুষ। ঘটনাটি ঘটেছে শনিবার রাত দুটো নাগাদ ফালাকাটা ব্লকের পুর্ব দেওগাঁও এলাকায়।
জানা গেছে, একদল হাতি হানা দিয়ে এলাকার বাসিন্দা সালেমা খাতুনের রান্নাঘর ভেঙে তছনছ করে দেয়। এখানেই থেমে থাকেনি ওই হাতির দলটি। এলাকার একটি অঙ্গনওয়ারি সেন্টারের দরজা ভেঙে গুঁড়িয়ে দেয়। সেন্টারের বারান্দায় এলাকার এক ব্যাক্তির ভুট্টার বস্তা মজুত ছিল। বেশ কিছু ভুট্টার বস্তা নিয়ে পালিয়ে যায় হাতির দল বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
এদিন ক্ষতিগ্রস্ত সালেমা খাতুন জানান,”আমাদের এলাকা দিয়ে মাঝে মধ্যে হাতি চলে আসে। কাল রাতেও হাতি হানা দিয়ে আমার রান্না ঘর ভেঙে তছনছ করে দিয়েছে। পাশেই অঙ্গনওয়ারি সেন্টারের দরজা ভেঙে তছনছ করে ভোরে দিকে জঙ্গলে ফিরে যায়।’
আরও পড়ুনঃ মাদক পাচারের করিডর হয়ে উঠছে মালদহ, সতর্ক পুলিশ
বনদফতর সূত্রে খবর, ক্ষতিগ্রস্থরা আবেদন করলে সরকারি নিয়ম মেনে ক্ষতি পূরণ দেওয়া হবে। প্রসঙ্গত, ডুয়ার্সে হাতির হানা ক্রমশই বাড়ছে। প্রতিনিয়ত ডুয়ার্সের কোথাও না কোথাও হাতির হানার ঘটনা সামনে আসছে। বুনো হাতির হানায় রীতিমতো আতঙ্কিত ডুয়ার্সের বিভিন্ন এলাকার বাসিন্দারা ।
প্রায় প্রতিনিয়ত জঙ্গল থেকে বেরিয়ে বুনো হাতি লোকালয়ে ঢুকে তাণ্ডব চালাচ্ছে। এতদিন অন্ধকার হতেই বুনো হাতি গ্ৰামে প্রবেশ করত, কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে দিনের আলোতেও গ্ৰামে হানা দিচ্ছে হাতির দল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584