নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
দক্ষিণ দিনাজপুরের বিডিওর পথ দুর্ঘটনায় মৃত্যুর পরেও হুঁশ ফেরেনি। রাস্তার উপরে ফসল শুকাতে দেওয়ার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি পাশের নয়ানজুলিতে পরে আহত হয়ে মারা গিয়েছিলেন হরিরামপুরের বিডিও। মাত্র কয়েক দিন আগের ঘটনা।
কিন্তু এখনও সেই রেওয়াজ মেনে অবাধে চলছে রাস্তার উপরে ধান, ভূট্টা শুকাতে দেওয়ার কাজ। উত্তর দিনাজপুর জেলা জুড়েই এই সমস্যা ক্রমশ প্রকট হয়ে উঠলেও কোনও হেলদোল নেই পুলিশ ও প্রশাসনের। যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে রুদ্ধদ্বার বৈঠকে দিলীপ
ইতিমধ্যেই বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, স্থানীয় প্রশাসনকে নিয়ে সমস্ত থানাতে মিটিং করা হয়েছে। প্রথমে যারা অবৈধভাবে ব্যস্ততম রাস্তা গুলোর মধ্যে এই কাজ করছে, তাদেরকে ট্রাফিক পুলিশের মাধ্যমে সচেতন করা হবে। এর পরও যদি তারা সচেতন না হন তবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ইসলামপুর মহকুমা বা রায়গঞ্জ – সব জায়গাতেই এই বিষয়ে নজর দেওয়া হচ্ছে। কোথাও আবার শুধু ফসলই নয়, ফসলের অবশিষ্ঠ অংশ শুকানোর জন্যও ব্যবহার করা হচ্ছে ওই রাস্তা। এর জেরে মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটছে। একাধিকবার জখমের ঘটনা ঘটলেও সমস্যার স্থায়ী কোনও সমাধান হয়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584