মাটিতে ধস,আতঙ্কিত বাসিন্দারা

0
151

রিচা দত্ত,মুর্শিদাবাদঃ

landslide | newsfront.co
নিজস্ব চিত্র

ফরক্কার মহেশপুর গ্রাম পঞ্চায়েতের শাঁকোপাড়া গ্রামে বেশ কিছু জায়গায় মাটিতে ফাটল ধরায় আতঙ্কিত গ্রামবাসীরা।

landslide | newsfront.co
ধস।নিজস্ব চিত্র

গ্রামবাসীদের অভিযোগ গত মঙ্গলবার প্রচন্ড বৃষ্টি হওয়ার পর মাঠের চারপাশে বেশ কিছু জায়গায় গভীর গর্তের মত হয়ে ফাটল দেখা দেয় এবং সেই ফাটল দিয়ে সমস্ত বৃষ্টির জল অনবরত মাটির তলে তলিয়ে যাচ্ছে।
পরিদর্শন।নিজস্ব চিত্রগ্রামবাসীরা তাই আতঙ্কে দিন কাটাছে।কারন এই সব এলাকা গঙ্গা ভাঙ্গন এলাকা।

anjumara khatun | newsfront.co
আঞ্জুমআরা খাতুন,সভাপতি পঞ্চায়েত সমিতি।নিজস্ব চিত্র

শাঁকোপাড়া গ্রামে যে জায়গায় এই ফাটল দেখা দিয়েছে সেখান থেকে গঙ্গার দুরত্ব প্রায় ১৫০ মিটার। যে কোন সময় সমস্ত এলাকা গঙ্গায় তলিয়ে যেতে পারে তাই রাত জেগে কাটাছে গ্রামবাসীরা।

MD jiaur rahaman | newsfront.co
মোহাঃ জিয়াউর রহমান,স্থানীয় বাসিন্দা।নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ সামান্য বৃষ্টিতেই জলমগ্ন, ক্ষুব্ধ স্থানীয়রা

abul Al mamud ansar | newsfront.co
আবুল-আল-মাবুদ-আনসার,বিডিও ফরক্কা।নিজস্ব চিত্র

প্রশাসন গ্রামবাসীরা খবর দিলে ছুটে যায় ফরক্কা বিডিও,ফরাক্কা পঞ্চায়েত সমিতির সভাপতি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here