হাতির আতঙ্কে বিনিদ্র রাত যাপন স্থানীয়দের, শীতঘুমে বন দফতর

0
47

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

residents afraid from elephant attack | newsfront.co
নিজস্ব চিত্র

লাগাতার বুনো হাতির হানায় আতঙ্কিত কালচিনি ব্লকের দলসিংপাড়া ছেত্রিলাইন এলাকার বাসিন্দারা।

residents afraid from elephant attack | newsfront.co
তছনছ।নিজস্ব চিত্র

প্রতিনিয়ত রাতে বক্সা জঙ্গল থেকে বুনো হাতির দল এলাকায় ঢুকে তাণ্ডব চালাচ্ছে। বুনো হাতির হানা থেকে কিছুই রেহাই পাচ্ছেনা।

রাত হতে না হতেই বুনো হাতির দল এলাকায় ঢুকে শুরু করছে তাণ্ডবলীলা। আতঙ্কে বিনিদ্র রাত যাপন করতে হচ্ছে বাসিন্দাদের।

jinglal lama | newsfront.co
জিংলাল লামা,ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দা।নিজস্ব চিত্র

শনিবার ভোরেও বক্সা জঙল থেকে দুটি বুনো হাতি দলসিংপাড়া ছেত্রিলাইন এলাকায় ঢুকে পড়ে ঢুকে তিনটি ঘর ভেঙ্গে দেয়।

আরও পড়ুনঃ অন্ধ প্রশাসন,হাসাপাতালের প্রবেশ পথেই অবৈধ নির্মাণ

prakash darji | newsfront.co
প্রকাশ দর্জী, ক্ষতিগ্রস্ত বাসিন্দা।নিজস্ব চিত্র

বুনো হাতির দলটি প্রথমে এলাকার বাসিন্দা প্রকাশ দর্জী রান্না ঘরে হানা দেয় এবং ভেঙে তছনছ করে দেয় রান্না ঘরে থাকা সারা সপ্তাহের রেশন খেয়ে চলে যায় ওখান থেকে তারপর হাতির দলটি জিংলাল লামা বাড়িতে হানা দেয় তার একটি ঘর পুরোপুরি ভেঙ্গে দেয় ঘরে থাকা চাল আটা সাবাড় করে পাশে আরো একটি ঘর ভাঙে এবং সকালে দিকে জঙ্গলে ফিরে যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here