নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

লাগাতার বুনো হাতির হানায় আতঙ্কিত কালচিনি ব্লকের দলসিংপাড়া ছেত্রিলাইন এলাকার বাসিন্দারা।

প্রতিনিয়ত রাতে বক্সা জঙ্গল থেকে বুনো হাতির দল এলাকায় ঢুকে তাণ্ডব চালাচ্ছে। বুনো হাতির হানা থেকে কিছুই রেহাই পাচ্ছেনা।
রাত হতে না হতেই বুনো হাতির দল এলাকায় ঢুকে শুরু করছে তাণ্ডবলীলা। আতঙ্কে বিনিদ্র রাত যাপন করতে হচ্ছে বাসিন্দাদের।

শনিবার ভোরেও বক্সা জঙল থেকে দুটি বুনো হাতি দলসিংপাড়া ছেত্রিলাইন এলাকায় ঢুকে পড়ে ঢুকে তিনটি ঘর ভেঙ্গে দেয়।
আরও পড়ুনঃ অন্ধ প্রশাসন,হাসাপাতালের প্রবেশ পথেই অবৈধ নির্মাণ

বুনো হাতির দলটি প্রথমে এলাকার বাসিন্দা প্রকাশ দর্জী রান্না ঘরে হানা দেয় এবং ভেঙে তছনছ করে দেয় রান্না ঘরে থাকা সারা সপ্তাহের রেশন খেয়ে চলে যায় ওখান থেকে তারপর হাতির দলটি জিংলাল লামা বাড়িতে হানা দেয় তার একটি ঘর পুরোপুরি ভেঙ্গে দেয় ঘরে থাকা চাল আটা সাবাড় করে পাশে আরো একটি ঘর ভাঙে এবং সকালে দিকে জঙ্গলে ফিরে যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584