তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভের আগুনে ফুঁসছে নন্দীগ্রাম

0
50

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

রাজ্যজুড়ে এতদিন উপযুক্তদের আমপানের ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগ উঠেছিল ভুরি ভুরি। চলত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ক্ষতিপূরণের টাকা দেওয়ার কাজকর্ম। কিন্তু এবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে আমপানের ক্ষতিপূরণের টাকা দেওয়ার অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে।

people | newsfront.co
নিজস্ব চিত্র

অভিযোগ উড়িয়ে দিয়ে দলের টাকা বিতরণ হচ্ছিল বলে দাবি করেছেন তৃণমূলের স্থানীয় নেতৃত্ব।
নন্দীগ্রাম যে বিভিন্ন ক্ষোভ-বিক্ষোভে ফুঁশছে তা অনেকদিন আগেই প্রমাণ হয়ে গিয়েছে। কোথাও উঠেছে স্বজনপোষণের অভিযোগ, আবার কোথাও কাটমানি নিয়ে ক্ষতিপূরণ দেওয়ার অভিযোগ উঠেছে এই নন্দীগ্রামে। কিন্তু এবার খোদ পার্টি অফিস থেকে আমপানের টাকা বিলির অভিযোগ উঠল নন্দীগ্রামে। অভিযোগ, নন্দীগ্রাম- ১ ব্লকের হরিপুর ৫ অঞ্চলের বাহাদুরপুরের একটি তৃণমূল পার্টি অফিসে শুক্রবার সকাল থেকে চলে আমপানের টাকা বিলি।

আরও পড়ুনঃ অবৈধ সম্পর্কের প্রতিবাদে গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ স্বামী সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

যেখানে উপস্থিত ছিলেন স্থানীয় অঞ্চলের উপপ্রধান মেঘনাথ পাল সহ তৃণমূলের আরও অন্যান্য নেতৃত্বরা। অভিযোগ, ওই এলাকার প্রায় ৫৬ জন ব্যক্তিকে আমপানের ক্ষতিপূরণ বাবদ ২০,০০০ টাকা করে পাইয়ে দেওয়া হয়েছে তৃণমূলের তরফ থেকে। এরপর সেই টাকার মধ্যে ১৫০০০ টাকা নিয়ে নেয় স্থানীয় দলের নেতারা। আর সেই টাকা পার্টি অফিস থেকে স্থানীয় ব্যক্তিদের বিলি করার অভিযোগ উঠল শুক্রবার।

যার জন্য আগের থেকে প্রস্তুতিও নেয়া হয়েছিল। গ্রামে গ্রামে গিয়ে বিলি করা হয়েছিল টাকা দেওয়ার কুপন। আর সেই নিয়ে শুক্রবার সকালে টাকা নিতে হাজির হয়েছিলেন প্রায় ৪৬ জন ব্যক্তি। এমন সময় গ্রামের স্নেহাশীষ জানা নামে এক ব্যক্তি নিজের ক্ষতিপূরণের টাকা দাবি করে যখন পার্টি অফিসে যান। তখন তার ওপর চড়াও হয় এবং তাকে সহ তার দাদাকে মারধর করা হয় বলে অভিযোগ।

আরও পড়ুনঃ রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধ ডিওয়াইএফআইয়ের

ঘটনায় তৃণমূলের এইরূপ দাপাদাপিতে সোচ্চার হয়েছে বিরোধী দলও। যদিও এলাকার স্থানীয় তৃণমূল নেতা তথা উপপ্রধান মেঘনাথ পাল অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তার দাবি, “ওদিন আমপানের কোন টাকা দেওয়া হয়নি। দলের তরফ থেকে দলের টাকায় এদিন বিলি করা হয়েছিল।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here