নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
রাস্তায় হাঁটতে গেলেই হাঁটু ঢুকে যাচ্ছে কাদায়। আর এই গোটা বর্ষা জুড়ে জল কাদায় পথ চলাচল যেন আতঙ্কের কারণ হয়ে উঠেছে এলাকার বাসিন্দাদের কাছে। স্বাধীনতার সাত দশক পরেও রাস্তা থেকে গিয়েছে একই অবস্থাতে। উন্নয়নের ন্যূনতম ছোঁয়া টুকুও পায়নি চোপড়া ব্লকের কুমারটোল গ্রামের বিভিন্ন এলাকা।
পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভা কিম্বা লোকসভা এভাবেই একের পর এক ভোট পেরিয়ে গিয়েছে। যখনই ভোট চাইতে এই এলাকায় জনপ্রতিনিধিরা এসেছেন, ওই এলাকার রাস্তাকেই ইস্যু করে ভোট ভিক্ষা করেছেন। ভোট পেরিয়ে গেলে জনপ্রতিনিধিরা আর ওই গ্রামমুখী হচ্ছে না বলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
আরও পড়ুনঃ ২১ জুলাই ভার্চুয়াল মাধ্যমে প্রথমবার কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন মমতা
এলাকাবাসীরা জানান, ওই রাস্তা দিয়ে কোন ভাবেই যাওয়া আসা করা যাচ্ছে না। এরপর যদি ভোট চাইতে আসেন কেউ, তবে তারা একজোট হয়ে এর জবাব দেবেন। এমনকি আগামী বিধানসভা ভোট বয়কট করা নিয়েও মোটামুটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন চোপড়া গ্রাম পঞ্চায়েতের কুমারটোল এলাকার বাসিন্দাদের একাংশ। এবিষয়ে চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ আজহারউদ্দিন জানান, বিষয়টি তাদের নজরে রয়েছে। খুব শীঘ্রই সেই রাস্তাটি তৈরির বিষয়ে পঞ্চায়েত সমিতি থেকে পরিকল্পনা গ্রহণ করা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584