শ্যামল রায়, পূর্বস্থলীঃ
বেহাল রাস্তা সংস্কারের দাবিতে শুক্রবার পূর্বস্থলীতে সরব হলেন স্থানীয় বাসিন্দারা। ভান্ডার টিকুরি রেল গেট থেকে পূর্বস্থলী রেল স্টেশনে আসার রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তাটির এতটাই খারাপ অবস্থা যে ইট উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে।
এর ফলে মানুষের দুর্ভোগ চরম সীমায় গিয়ে পৌঁছোয়। রেলগেট বন্ধ থাকার কারণে আরও চরম সংকটের মধ্যে পড়েন যাতায়াতকারীরা।তাই রাস্তা সংস্কারের দাবিতে সরব হয়েছেন তারা। আরো জানা গিয়েছে, পূর্বস্থলীর ছাড়িগঙ্গার পাড় দিয়ে রাস্তা তৈরির কাজ দ্রুত করার দাবি উঠেছে এলাকার বাসিন্দাদের তরফ থেকে।
আরও পড়ুনঃ পরিশ্রুত পানীয় জলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ বাসিন্দাদের
জানা গিয়েছে, জাহান্নগর গ্রাম পঞ্চায়েতের কাঁদুনির স্নানঘাট থেকে মাদারীপুর শ্মশান ঘাট পর্যন্ত ২৫০ মিটার রাস্তা দ্রুত সংস্কারের দাবি জানায় এলাকার বাসিন্দারা। ছাড়িগঙ্গায় মৎস্যজীবীরা মাছ ধরতে পারছেন না, কারণ কচুরিপানায় ভরে গেছে। তাই সাফাই করার দাবি উঠেছে।
যদিও সেচ দফতরের ইঞ্জিনিয়ার সত্যব্রত মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘গঙ্গা বাঁধানোর কাজের জন্য ৩০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। দ্রুত কাজ শুরু হয়ে যাবে। এর ফলে সুবিধা হবে মানুষজনের।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584