নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
সেচ দফতরের তত্ত্বাবধানে চলতে থাকা গঙ্গার পাড় ভাঙ্গন রোধের কাজে চরম গরমিল আর স্বজনপোষণের অভিযোগ গ্রামবাসীদের।বৃহস্পতিবার এই ঘটনায় ভগবানগোলা ১ নম্বর ব্লকের সুন্দরপুর অঞ্চলের সদাশিব বালিপাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এই দুর্নীতির প্রতিবাদ জানিয়ে গ্রামবাসীরা সংবাদমাধ্যমের সামনে সরব হয়ে তীব্র ভাষায় প্রতিবাদ জানাই। প্রসঙ্গত ভাঙ্গন প্রবন এলাকা বলে পরিচিত মুর্শিদাবাদ তথা ভগবানগোলার সুন্দরপুরের সদাশিব বালি পাড়া এলাকায় প্রতিবছর নিয়ম করে পাড় ভাঙ্গন দেখা দেয়। যার ফলে গ্রামের অসহায় কৃষিজীবী মানুষেরা ভিটেমাটি খুইয়ে ভবঘুরের মত অন্যত্র ঘুরে বেড়াতে বাধ্য হন।
আরও পড়ুনঃ মোদী ভগবান! আসামে ‘বিদেশি’ তকমা নিয়েই প্রয়াত শতায়ু বৃদ্ধ
আর এই পরিস্থিতিতে ভাঙ্গন বন্ধ করার জন্য সম্প্রতি রাজ্যের সেচ দফতরের পক্ষ থেকে সদাশিব বালি পাড়া এলাকায় ৭০০ মিটার পার বাধানোর কাজ শুরু হয়েছে। যেখানে সরকারি সিডিউল মোতাবেক ৯ লক্ষ বস্তা দিয়ে প্রথমে প্রাথমিকভাবে পার বাঁধানো ও পরবর্তীতে পাথরের আস্তরণ দেওয়ার কথা বলা হয়েছে।
আরও পড়ুনঃ আলুচাষে কষ্টার্জিত পুঁজি বিনিয়োগ,হাতির তান্ডবে মাথায় হাত চাষীদের
অথচ সেই নিয়ম ভেঙে মাত্র তিন লাখের কাছাকাছি মাটির বস্তা দিয়ে কোনরকমে জোড়াতালি দিয়ে এই বিশাল এলাকার গঙ্গার পাড় ভাঙ্গনের কাজ সেরে ফেলতে চাইছে সেচ দফতরের লোকেরা। এমনকি এই ব্যাপারে ন্যূনতম ভাবে নজরদারিও করছেন না স্থানীয় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান হারুন-উর-রশিদ, বলে গ্রামবাসীদের অভিযোগ।
সবমিলিয়ে বিপুল পরিমাণ টাকার দুর্নীতি থেকে শুরু করে স্বজনপোষণের মাধ্যমে ভয়াবহ গঙ্গা ভাঙ্গন এলাকার কাজ তড়িঘড়ি শেষ করে ফেলতে চাইছে প্রশাসনের একাংশ কর্তা। সার্বিক ভাবেই এই ভাবে ভাঙ্গনরোধের কাজ করা হলে আগামী কয়েক মাসের মধ্যেই পুনরায় বড়োসড়ো ধস নামার আশঙ্কা দেখা দিয়েছে এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584