নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
দিনের পর দিন পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে, সরকারি রেশন দোকান ও বিভিন্ন স্কুল থেকে মিডডে মিলের যে ছোলা দেওয়া হচ্ছে তা খাওয়ার অনুপযোগী ছোলা দেওয়া হচ্ছে বলে অভিযোগ আসছিল জেলাবাসীর কাছ থেকে। এমনকি ছোলাতে পোকা সহ শ্যাওলা জাতীয় কালো আস্তরণ পড়ে যাওয়া ছোলা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। যা মানুষের খাওয়ার উপযুক্ত নয়।
এই অভিযোগ পাওয়ার পরেই পূর্ব মেদিনীপুর জেলার জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খাঁন সরেজমিনে আজ দুপুরে মেছেদার সরকারি একটি রেশন দোকানে ডিলারের কাছে যান। সেখানে তিনি গিয়ে দেখেন যে ছোলা দেওয়া হচ্ছে তা অতি নিম্নমানের। এমন পরিস্থিতিতে রেশন ডিলার বলেন, এই ছোলা এম আর ডিলারের কাছ থেকে তারা পেয়েছেন।
আরও পড়ুনঃ সিউড়িতে বাচ্চাদের খেলার জায়গায় মজুদ থাকা বোমার বিস্ফোরণ
তাই তারা এই খারাপ ছোলা গ্রাহকদের দিতে বাধ্য হচ্ছেন। সিরাজবাবু এম আর ডিলারদের ফোনে জানার চেষ্টা করেন এই নিম্নমানের ছোলা কোথা থেকে নিয়ে সরবরাহ করছেন। এম আর ডিলার জানান যে এই ছোলা তারা পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার কিষাণ মান্ডির মূল গোডাউন থেকে পাচ্ছেন।
খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খাঁন তৎক্ষণাৎ নিজে ও পুলিশ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে পাঁশকুড়া সরকারি কিষাণ মান্ডিতে ছোলার গোডাউনে যান এবং সেখানে গিয়ে দেখেন সেখানেও একই রকম অবস্থা ছোলার। সিরাজবাবু পুলিশ ও জেলা খাদ্য দফতরের ইন্সপেক্টরের সামনে ওই গোডাউন কর্তৃপক্ষের কাছ থেকে কোন সদুত্তর না পেয়ে গোডাউনটি তালা মেরে সিল করে দেন।
আরও পড়ুনঃ চাঁদের মাটিতে মোবাইল টাওয়ার বসাতে নাসার সাথে চুক্তি ফোন প্রস্তুতকারী সংস্থার
তিনি বলেন, পূর্ব মেদিনীপুর জেলায় এই নিম্নমানের ছোলা গ্রাহকদের দেওয়া যাবে না। নতুন ভাবে ফ্রেশ ছোলা দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই নিম্নমানের ছোলা পূর্ব মেদিনীপুর জেলার মিড ডে মিলের স্কুলের ছাত্র ছাত্রীদেরও দেওয়া হচ্ছে যা নিয়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ আর অশান্তির খবর আসছে দিনের পর দিন। ইতিমধ্যেই সিরাজ বাবু পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক, জেলা পরিষদের সভাধিপতি, পাঁশকুড়ার বিডিও সাহেবকে জানিয়েছেন বিষয়টি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584