দৌলতাবাদে পুলিশি অত‍্যাচারে নাজেহাল গ্রামবাসী

0
54

 

শুভময় সেন , মুর্শিদাবাদ :

পুলিশের অত‍্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন দৌলতাবাদ ও মুর্শিদাবাদ থানার অন্তর্গত গ্রামবাসীরা। এমনই অভিযোগ জেলা সিপি(আই)এম নেতৃত্ব।

জেলার তিন বিধায়ক সহ জেলা নেতৃত্বের একাংশ এলাকা ঘুরে এসে সাংবাদিক সম্মেলনে একথা জানান। তাঁদের মতে ২৯শে জানুয়ারি ভান্ডারদহ বিলের ওপর বালিরঘাট সেতুর ওপর ঘটে যাওয়া ভয়াবহ বাস দুর্ঘটনায় যারা সেদিন সাহায্যের হাত বাড়িয়ে ছিলেন তাদের বিরুদ্ধেই পুলিশ তদন্ত শুরু করেছে। বেছে বেছে বিরোধী শিবিরের মানুষ জনকেই পুলিশ হেনস্থার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন আব্দুল রজ্জাক, কানাই মন্ডল, মহসিন আলি, তুষার দে সম্পাদক মৃগাঙ্ক ভট্টাচার্য্য সহ জেলা নেতৃত্ব। প্রসঙ্গত সেদিনের বাস দুর্ঘটনায় উদ্ধার কাজ দেরিতে শুরু হওয়ায় উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। তার ই পরিপ্রেক্ষিতে মুর্শিদাবাদ থানার পুলিশ মামলা শুরু করে। তার তদন্তে পুলিশি ধরপাকড়র শুরু হয়। পুলিশের কথামত ভিডিও ফুটেজ দেখে সনাক্ত করেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়। স্বাভাবিক ভাবেই নির্যাতনের কথা অস্বীকার করেন তারা। অন‍্যদিকে শাসক দলের স্থানীয় নেতৃত্ব পুলিশের মতকে সমর্থন জানিয়ে বলেন ঘটনার দিন যাদের টিকি দেখা যায় নি তারা ঠান্ডা ঘরে বসে মিডিয়ার সামনে বড় বড় কথা বলছে। মানুষের পাশে যারা নেই তাদের মুখে মানুষের কষ্টশোনা কষ্টের।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here