নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
কবে ঘটবে অবসান? বর্ষা আসলেই এই নিয়ে চিন্তায় থাকেন পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের লোয়াদাবাসী। শুধু লোয়াদাবাসী নয়। চিন্তায় পড়ে গোলগ্রাম,ত্রিলোচনপুর, মলিহাটি সহ বেশ কয়েকটি অঞ্চলের মানুষজন। এর মূল কারণ কাঁসাই নদীর অবস্থান।
ডেবরা ব্লকের উত্তর দিকে চারটি অঞ্চলের প্রায় কয়েক হাজার মানুষের বসবাস। কিন্তু কয়েক বছর ধরে তৈরি হওয়া ব্রীজ সম্পূর্ণ না হওয়ায় ভুগতে হচ্ছে এলাকাবাসীদের। বাম আমলে তৈরি হওয়া ব্রীজ এখনও সম্পূর্ণ করতে পারেনি বর্তমান সরকারও।
এর কারণ হিসাবে অনেক গুলি সমস্যা তৈরি হয়েছিল। যেগুলির প্রায় ৯০ শতাংশ সমাধান হয়েছে দাবি করছেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক রেশমি কমল।বর্ষা আসার আগে কাজ চলছিল। তা এখন বন্ধ।
আরও পড়ুনঃ ভারী বৃষ্টিতে ফুঁসছে কংসাবতী, আশঙ্কা বন্যার
এই বর্ষাতে জীবনের ঝুঁকি নিয়েই পারাপার করতে হয় সবাইকে।রোগী, পড়ুয়া,বয়স্ক,সবাইকেই পারাপার করতে হয় ভরা নদীতে।কিন্তু এই অসম্পূর্ণ ব্রীজ কবে সম্পূর্ণ হবে সেই দিকে তাকিয়ে ডেবরা ব্লকের লোয়াদা এলাকার বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584