নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
একেই কাঁচা রাস্তা। বৃষ্টি নামলেই চলাচলের অযোগ্য হয়ে পড়ে গ্রামের মূল রাস্তা, এর ফলে সমস্যায় পড়েছেন পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার ধূসুর্দ্দা উত্তর পাড়া গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি রাস্তা পাকা করে দেওয়ার। কিন্তু রাস্তা পাকা না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন ধূসুর্দ্দা গ্রামের বাসিন্দারা।
জানা গিয়েছে পটাশপুর থানার শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের ধূসুর্দ্দা উত্তরপাড়া গ্রাম থেকে ইড়দা বড়ার পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা, আর অন্যদিকে অপরটি গ্রামের অপর প্রান্তের প্রায় এক কিলোমিটার রাস্তা পুরোটাই কাঁচা। বর্ষা নামলেই ওই রাস্তার হাল বেহাল হয়ে পড়ে।সেই সময় রাস্তা-ঘাট চলাচলের জন্য অযোগ্য হয়ে দাঁড়ায়।
কিন্তু কোন উপায় না থাকায় কাদা পেরিয়ে স্থানীয় বাসিন্দাদের যেতে হয় স্কুল-কলেজ বাজারে। কাদার কারণে কখন সাইকেলকে কাঁধে নিয়ে রাস্তা পেরোতে হয়। অনেক সময় সাইকেল কাঁধে নিয়ে রাস্তায় পেরোতে গেলে পা হড়কে পড়ে যেতে হয়, এমনটাই জানা যায় গ্রামবাসীদের তরফ থেকে। কাদার কারণে এই গ্রামে যেতে চান না গৃহ শিক্ষক ও চিকিৎসকরা।
আরও পড়ুনঃ গরিব কল্যাণ অন্ন যোজনার চাল বিক্রি করতে গিয়ে ধৃত ১
ছোট ছোট বাচ্চারা স্কুলে যাওয়ার সময় পা পিছলে পড়ে যায়, ভিজে যায় স্কুলের ইউনিফর্ম। সেদিন আর যাওয়া হয়না স্কুল।পরের দিন স্কুল গেলে স্কুলের শিক্ষিকার কাছে বকুনি খেতে হয় তাদের। তাই স্কুল ও টিউশন যেতে চায়না বাড়ির ছোট ছোট বাচ্চারা। মায়েদের বাড়ির সব কাজ ফেলে দিয়ে বাচ্চাদের কোলে করে নিয়ে রাস্তা পার হয়ে স্কুলে ও টিউশনে ছেড়ে দিয়ে আসতে হয়। দীর্ঘদিন ধরে রাস্তার হাল না ফেরায় ক্ষোভ উগরে দিয়েছেন এলাকাবাসী।
আরও পড়ুনঃ মিলন মোড় রাজপাড়া থেকে তাজা বোমা উদ্ধার
অন্যদিকে পটাশপুর দু’নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন কুমার সাউ এই বিষয়ে বলেন,”আমরা সব বিষয়ের উপর নজর রেখেছি এবং গ্রামবাসীদের সাথে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব ওই রাস্তা পাকা করে দেয়া হবে, যাতে এলাকার মানুষ সুবিধা ভোগ করে।” অন্যদিকে কবে রাস্তার কাজ শুরু হয় সে দিকেই তাকিয়ে এখন এলাকাবাসীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584