নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
যখন জনপ্রতিনিধি সাড়া দিচ্ছেনা তখন নিজেরাই নিজেদের কাজে এবার হাত লাগালেন। মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানার শিবপুর গ্রামের মানুষ, নিজেদের উদ্যোগে রাস্তার জল নিকাশনের ও রাস্তা মেরামতের ব্যবস্থা করলেন।

কাশীপুর নয়ানী পাড়ার রাস্তার হাল খুব খারাপ তাই গ্রামের কিছু মানুষ,পঞ্চায়েত, থানাতে জল নিকাশি ব্যবস্থা করার জন্য আবেদন জানায়। কিন্তু সেখান থেকে কোনও সুরাহা মেলেনি।

আরও পড়ুনঃ বেহাল রাস্তা সংস্করণের দাবিতে বিক্ষোভ বিজেপির
তাই আজ কাশীপুর গ্রামের কিছু মানুষ একত্রিত হয়ে কয়েক টা পাম্প মেশিন ফিট করে জল নিকাশের ব্যবস্থা করে এবং সেই রাস্তার জল পরিষ্কার করার পর কিছু মানুষ স্থানীয় ইঁট ভাটায় আবেদন করে রাস্তায় ইঁট দেওয়ার জন্য। তাতে সাড়াও দেয় ইঁট ভাটার মালিক। বজলু মোল্লা, বিলাত আলী, রাজু,রুহুল, রফিকুল মোল্লা প্রমুখ দের চেষ্টায় সফল হয় এদিনের এই কর্মসূচি।
জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের সঙ্গে একাধিক বার যোগাযোগ করলেও কোন সুরাহা মেলেনি গত চার মাস ধরে বলে অভিযোগ গ্রামবাসীদের। আর তাই গ্রামের মানুষ নিজেদের অর্থে জল নিকাশি ও রাস্তা তৈরির কাজ শুরু করলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584