নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদহ জেলায় দু’জনের শরীরে করোনা সংক্রমণ দেখা দিতেই আতঙ্ক ছড়িয়েছে জেলাজুড়ে। অনেকেই করোনার সংক্রমণের ভয়ে আতঙ্কিত। শহরের একাধিক পাড়ায় ঢোকার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে৷ বহিরাগত কাউকে পাড়ায় ঢুকতে দেওয়া হচ্ছে না ৷
বিশেষ প্রয়োজন ছাড়া কাউকে পাড়া থেকে বেরোতেও দেওয়া হচ্ছে না। চলতি সপ্তাহেই মালদহ জেলায় করোনা পজিটিভ দু’জন ধরা পড়ে। দু’জনেরই চিকিৎসা চলছে শিলিগুড়ির মাটিগাড়ার করোনা হাসপাতালে ৷
আরও পড়ুনঃ জলঙ্গীতে রেশন দোকানের সামনে বিক্ষোভ, চাঞ্চল্য
এরপরেই ছড়িয়েছে গুজব৷ আজ শহরের একাধিক এলাকা বাঁশের ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে৷ অনেক জায়গায় আবার পাহারার ব্যবস্থাও করা হয়েছে৷ জেলা গ্রিন জ়োনে ছিল৷ এবার জেলাতেও করোনা সংক্রমিতের সন্ধান পাওয়া যাচ্ছে৷ তাই শহরবাসী সুরক্ষায় কোনও ফাঁক রাখতে রাজি নন।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584