নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
গত কয়েক সপ্তাহ ধরে প্রতিনিয়ত নদী ভাঙনে তলিয়ে যাচ্ছে ফসলের জমি থেকে গ্রামের বাড়ি ঘর।
সব শেষে দোতলা- তিনতলা বাড়ি গিলে খাচ্ছে আগ্রাসী গঙ্গা।
কান্নার রোল পড়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ধানঘরা, হিরানন্দপুর এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গঙ্গা গর্ভে তলিয়ে যায় প্রায় ৭০ টিরও বেশি বাড়ি। বাটি, ঘটি হাতে জীবন নিয়ে কোনরকমে পালিয়ে প্রাণে বাঁচলেন বাসিন্দারা। আতঙ্কে বাড়িঘর ভেঙে অন্যত্র পালাচ্ছেন পাঁচ শতাধিক পরিবার। এলাকায় কার্যত হাহাকার অবস্থা।
কবে স্থায়ী ভাবে সমাধান হবে সেই আশায় বুক বেঁধে বসে আছেন নদী চরের বসবাসকারী সাধারণ মানুষ।
আরও পড়ুনঃ বালুরঘাটে বামফ্রন্টের বিক্ষোভ
সরকারি সাহায্য ও সহযোগিতার দিকেই তাকিয়ে আছেন তারা। কবে নদী বাঁধানোর কাজ শুরু হবে !ভোট আসে ভোট যায় নেতা মন্ত্রী তৈরি হয় কিন্তু সাধারণ মানুষের জীবন জীবিকা ও বাসস্থানের স্থায়ী ঠিকানা এখনও হলনা সামসেরগঞ্জের নদী এলাকার গ্রামবাসীদের।
আরও পড়ুনঃ ফারাক্কায় ট্যাঙ্কার উল্টে আহত ড্রাইভার
যদিও স্থানীয় জনপ্রতিনিধিরাও এলাকা পরিদর্শন করেছেন আর আশ্বাস দিয়েছেন, তবে এখনও সাহায্য পাইনি এলাকাবাসী।
মূলত ওই এলাকায় রাতদিন শুধু কান্নায় শোনা যাচ্ছে। দিন অানা দিন খাওয়া মানুষ গুলো কোন রকমে মাথা গোঁজার মত কেও একটা বা দুটো ঘর বানিয়েছিল, আর এই অভিশপ্ত নদী ভাঙনে তা সব কেরে নিল। গ্রামের মানুষ এখন মূলত নিঃস্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584