অকাল বৃষ্টিতে আমন ধান চাষের ক্ষতির আশঙ্কা পশ্চিম মেদিনীপুরের চাষীদের

0
127

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

paddy damage | newsfront.co
নিজস্ব চিত্র

অকাল বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুর জেলায় আমন ধান চাষের ক্ষতির আশঙ্কা করছেন চাষীরা। শুক্রবার ও শনিবার আচমকা অকাল বৃষ্টি ও ঝোড়ো বাতাসের ফলে মাঠে ধান গাছ নুইয়ে পড়েছে। সেই সঙ্গে অনেকের ধান গাছ কেটে মাঠে রাখা ছিল। সেই ধান গাছ গুলি জলে ডুবে গিয়েছে।

যার ফলে আমন ধান চাষে ক্ষতির আশঙ্কা করছেন চাষীরা। আবহাওয়া দফতর ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে,যার ফলে পাকা ধান মাঠে নষ্ট হওয়ার আশঙ্কা করছেন চাষীরা। অকাল বৃষ্টির ফলে ধান চাষীদের মাথায় এখন চিন্তার ভাঁজ পড়েছে। তবে অনেকে মাঠ থেকে ভিজে ধান গাছ তুলে নিয়ে গিয়ে শুকনো করার চেষ্টা করছেন। তবে যদি ফের বৃষ্টি হয় তাহলে ধান চাষ মাঠে নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা চাষীদের।

আরও পড়ুনঃ বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড শিলিগুড়িতে

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর,ঘাটাল,চন্দ্রকোনা, কেশপুর,শালবনি,গুড়গুড়ি পাল থানা এলাকায় অকাল বৃষ্টির ফলে বেশি ধান চাষের ক্ষতির আশঙ্কা করছেন ধান চাষীরা। তবে জেলার কৃষি দফতর বিষয়টি খতিয়ে দেখার কাজ শুরু করেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here