নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
অজানা প্রাণীর আক্রমণে আতঙ্কিত গোটা গ্রাম।দিন হোক বা রাত অজানা কোনও প্রাণী বা জন্তুর আক্রমণের শিকার গ্রামের একাধিক শিশু,ভয়ে সিঁটিয়ে গ্রামের শিশু থেকে বয়স্ক সকলেই ।এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে চলেছে গত ৩দিন ধরে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা-১নং ব্লকের মনোহরপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের নির্ভয়পুর গ্রামের দাস পাড়ায় ।
দিন হোক বা রাত গ্রামের পাশের শিলাবতী নদীর ঘাটে খালি লম্বা লম্বা নখ যুক্ত একটি সাদা রংয়ের বড় হাতের মতো কিছু আক্রমণ করে আঁচড়ে ঘায়েল করছে শিশু থেকে বড়দের সকলকেই ।কয়েকজন আঁচড়ের চোটে জখম ও হয়েছে বলে দাবী।গত ৩ দিন ধরে এমনই ঘটনা ঘটে চলেছে ।
আরও পড়ুনঃ শালবনীতে হাতির তান্ডবে তছনছ ৬ বাড়ি
এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামের কঁচিকাঁচা থেকে বয়স্ক সকলের মনে আতঙ্ক দানা বেঁধেছে । যদিও গ্রামবাসীদের কথায় তারা সরাসরি এই নিয়ে স্থানীয় প্রশাসনের কাউকে বিষয়টি জানায়নি।গ্রামে পানীয় জলের স্থায়ী কোনও বন্দোবস্ত না থাকায় নদীর জলই একমাত্র ভরসা সকলের ৷
আরও পড়ুনঃ শিলিগুড়িতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় গুঁড়িয়ে গেল রবীন্দ্র মূর্তি
তাতেই যাবতীয় কাজকর্ম সম্পন্ন করতে হয় ।সম্প্রতি এমন ঘটনায় আতঙ্কে নদীতে যাওয়াই বন্ধ করে দিয়েছে গ্রামের মানুষ।অগত্যা যেতে হলেও জোট বেঁধে নদী ঘাটে যেতে হচ্ছে স্নান,বাসনমাজা,কাপড়কাচা থেকে যাবতীয় কাজ সারতে।প্রশাসনের কাছে একটাই দাবি গ্রামের মানুষের,সেটা হল এই ধরণের আতঙ্কের যাতে সহজেই নিষ্পত্তি হয় ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584