নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
করোনা নিয়ে কোনো আতঙ্ক নেই ওই গ্রামে। তবে নদীর জলস্রোত বেড়ে যাওয়ায় উদ্বেগে দিন কাটাচ্ছেন এই গ্রামের মানুষ। চাঁচল ১ নং ব্লকের খরবা পঞ্চায়েত এলাকার ভবানীপুর গ্রাম। মহানন্দার জলস্তর বেড়ে যাওয়ায় ঘুম উড়েছে তাদের।
এই গ্রামে নেই হাট-বাজার, দোকান-পাট। তবে রয়েছে প্রচুর সমস্যা, সেই সঙ্গে দুর্ভোগ। ভয় রয়েছে নদীর জলের। এই গ্রামে প্রায় ৩৫০ টি পরিবার বসবাস করে।
বর্ষায় ক্রমশ জল বাড়তে শুরু করেছে মহানন্দায়। জলের সঙ্গে নদীতে স্রোত বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন গ্রামবাসীরা। হাট-বাজার থেকে অফিস-আদালত সর্বত্রই যেতে হয় নদী পার হয়ে। নদীতে পাকা সেতু নেই। নৌকাই একমাত্র ভরসা।
আরও পড়ুনঃ জন্মদিনের পার্টির তিন দিন পর করোনায় মৃত আয়োজক, নিমন্ত্রিত
বছরভর গ্রামের ১২০০ বাসিন্দাদের জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়। সম্প্রতি ওই এলাকার জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনার পরেও হুঁশ ফেরেনি প্রশাসনের। লাইফ জ্যাকেট ছাড়াই নৌকাতেই যাতায়াত করছেন সাইকেল, মোটর সাইকেল সহ মানুষ।
সূত্র মারফত জানা গিয়েছে, খিদিরপুর ঘাটটি আগে পঞ্চায়েত সমিতির নিয়ন্ত্রনাধীন ছিল। এখন গ্রামবাসীরা নিজেরাই নৌকা ভাড়া করে যাতায়াত করেন।
ভবানিপুর গ্রামের বধূ চন্দনা দাস, মমতাজ বেগম, জবা দাসেরা জানান, ‘জল বাড়ছে, এই আতঙ্কে আমরা নদী পার হচ্ছি না। এখন হঠাৎ কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে বা দুর্ঘটনা ঘটলে সঠিক সময়ে নৌকা পাওয়া যায় না। তা প্রসূতিদের জন্যও একই ব্যবস্থা। কি যে হবে, জানি না।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584