শালবনীতে দাপিয়ে বেড়াচ্ছে দাঁতাল,আতঙ্কে গ্রামবাসীরা

0
54

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের গোদাপিয়াশাল রেঞ্জের কুমিরমারা এলাকায় প্রায় চল্লিশটি দাঁতাল হাতি দাপিয়ে বেড়াচ্ছে। যার ফলে ওই এলাকার বাসিন্দারা আতঙ্কের মধ্যে রয়েছেন।

elephant | newsfront.co
হাতির দল ৷ নিজস্ব চিত্র

হাতিগুলি সকালে ও বিকালে স্থানীয় জঙ্গল থেকে বেরিয়ে যেমন মাঠে গিয়ে ফসলের ক্ষতি করছে, তেমনি লোকালয়ে ঢুকে ঘরবাড়ির ও ক্ষতি করছে। তাই ওই এলাকার গ্রামবাসীরা হাতির হামলার আশঙ্কায় দিন কাটাচ্ছে। যেকোনো সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন গ্রামবাসীরা।

আরও পড়ুনঃ বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়িতে হামলার অভিযোগ মন্ডল সভাপতির অনুগামীদের বিরুদ্ধে

শীতের সময় হাতি লোকালয়ে ঢুকে পড়ায় চিন্তায় পড়েছেন এলাকার বাসিন্দারা। গ্রামবাসীরা বনদফতর কে বিষয়টি জানিয়েছে। ওই এলাকার গ্রামবাসীদের অভিযোগ হাতিগুলি মাঠে ও খামারে গিয়ে যেমন ধানের ক্ষতি করছে, তেমনি সবজি চাষের জমিতে গিয়ে আলু চাষের ও ব্যাপক ক্ষতি করছে। যার ফলে ওই এলাকার চাষিরা প্রবল ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন।

আরও পড়ুনঃ পথ দুর্ঘটনায় নিহত প্রাক্তন প্রধানের পরিবারের সাথে সাক্ষাৎ পর্যটনমন্ত্রীর

সেইসঙ্গে লোকালয়ে হাতির দল ঢুকে পড়ায় গ্রামবাসীরা সন্ধ্যার পর কার্যত গৃহবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন।বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে হাতি গুলির গতিবিধির উপর বন দফতরের কর্মীরা নজর রাখছে বলে বনদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে ।

যেভাবে প্রায় চল্লিশটি হাতি বিভিন্ন গ্রামে ঢুকে তাণ্ডব চালাচ্ছে তাতে কপালে চিন্তার ভাঁজ পড়েছে বন দফতরের। তবে বন দফতরের পক্ষ থেকে যাদের ফসল ও ঘরবাড়ির হাতি ক্ষতি করছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here