নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে এক আসামীকে ভুল করে ছেড়ে দেওয়ার ঘটনায় আদালতের তীব্র ভৎর্সনার মুখে জেল কর্তৃপক্ষ।চন্দন ঘোড়াই নামে এক অভিযুক্ত খোরপোষ না দেওয়ায় আদালতের নির্দেশে গ্রেফতার হয় পরে বধূ নির্যাতনের মামলাতেও অভিযুক্ত হিসাবে আদালতে পেশ করা হয় তাকে।পরে অভিযুক্তকে দুই মামলাতেই জামিনে মুক্তির নির্দেশ দেয় আদালত।কিন্তু জামিনের টাকা না দেওয়ায় তাকে ফের জেলে নিয়ে যাওয়ার নির্দেশ দেন বিচারক।
কর্তৃপক্ষের ভুলে জেল থেকে ছেড়ে দেওয়া হয় বন্দিকে।নিজেদের ভুল বুঝতে পেরে জেল কর্তৃপক্ষ রিপোর্ট আকারে পুরো বিষয়টি আদালতের নজরে আনে। বিষয়টি দেখে ক্ষুব্ধ বিচারক ১ ঘন্টার সময়সীমায় জেল কর্তৃপক্ষকে মেদিনীপুর জেলা আদালতে হাজিরার নির্দেশ দেয়।জেল কর্তৃপক্ষ হাজির হলে তীব্র ভৎর্সনা করে সিজিএম প্রসুন ঘোষ।
আরও পড়ুনঃ আসামী ধরতে অত্যাচার,পাল্টা প্রতিরোধে আহত পুলিশ
গাফিলতির অভিযোগে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের সুপারকে জেলার বিভু মল্লিক ও কন্ট্রোলার শোভন মান্ডির বিরুদ্ধে কেন বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হবে না কেন সে বিষয়ে প্রশ্ন করেন। নিজেদের ভুল স্বীকার করে নেওয়ায় এ যাত্রায় আদালত কড়া নির্দেশ না দিলেও ভবিষ্যতে এ ধরনের ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন।পাশাপাশি অভিযুক্ত চন্দন ঘোড়াইকেও ফের আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়। সমগ্র ঘটনায় কর্তব্যরত অফিসারদের ভূমিকায় প্রশ্ন উঠতে শুরু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584