নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

নয়া কৃষি কালা কানুন অবিলম্বে বাতিলের দাবির পাশাপাশি দিল্লিতে অবস্থানরত কৃষকদের আন্দোলনের পাশে থাকার বার্তা দিয়ে আজ বালুরঘাটে আম্বানী আদানীদের তৈরি করা সামগ্রী পুড়িয়ে প্রতিবাদ জানালো মেধা পাটকরের দলের বালুরঘাট শাখার সদস্যরা।
আরও পড়ুনঃ বছরের শুরুতেই উত্তেজনা দিনহাটার ভেটাগুড়িতে, বিজেপির পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

আজ বালুরঘাটের জেলা শাসকের দফতরের সামনের রাস্তায় তারা এই কালা কৃষি আইন বাতিলের দাবিতে ভারতের বৃহৎ শিল্পপতি আম্বানী ও আদানীদের তৈরি নানান খাদ্য দ্রব্য থেকে জিও সিম পুড়িয়ে তার প্রতিবাদে শামিল হন।
আরও পড়ুনঃ পুরোনো বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষ বালুরঘাটে
তাদের দাবি এই নয়া বিলে ভারতের কৃষকেরা সর্বস্বান্ত হবে। উলটে আদানী আম্বানীরা আরও বড় লোক হবে। অবিলম্বে এই কালা কানুন বাতিল করবার দাবিতে তারা আজ রাস্তায় নেমে এইসব শিল্প গোষ্ঠীর দ্রব্য পুড়িয়ে এই প্রতিবাদে শামিল হয়েছেন বলে জানাযায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584