রাস্তার দাবি প্রতিশ্রুতির বর্ষণে আবদ্ধ, কাদা ডিঙিয়েই চলে রাধানগরে যাতায়াত

0
114

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ

damage road | newsfront.co
বেহাল রাস্তা ৷ নিজস্ব চিত্র

ভোটে জিতে ক্ষমতায় এসেই সব করে দেওয়ার প্রতিশ্রুতি। নেতা থেকে মন্ত্রী বাদ নেই কেউ প্রতিশ্রুতি বর্ষণ করতে। ভোট এসে চলেও যায়, কিন্তু হাল ফেরে না এলাকার। বালুরঘাট থানার জলঘর পঞ্চায়েত অফিসের ঢিল ছোড়া দূরত্বে রাধানগর থেকে গোফানগর যাওয়ার দেড় কিমি রাস্তা বেহাল হয়ে পড়ে থাকলেও হুঁশ নেই পঞ্চায়েতের , ক্ষুব্ধ এলাকাবাসী। অথচ এই রাস্তার উপর নির্ভরশীল কয়েকটি গ্রামের কয়েক হাজার বাসিন্দা।

রাধানগর ও গোফানগর এলাকার ক্ষুব্ধ গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘ ৪০ বছর আগে ওই রাস্তা এলাকাবাসীর চলাচলের জন্য ইট সোলিং করা হয়েছিল। দীর্ঘ এই ৪০ বছরের পর আর ওই রাস্তা মেরামত করা হয় নি। গ্রামে ঢোকা বেরোনোর এই রাস্তা আজ খানাখন্দে পরিপূর্ণ। যার ফলে গ্রামবাসীদের এই রাস্তা দিয়ে চলাচল করাই দায় হয়ে উঠেছে ।

আরও পড়ুনঃ বালুরঘাটে আংশিক সময়ের শিক্ষকদের বিক্ষোভ

road | newsfront.co
খানা- খন্দে ভরা রাস্তা ৷ নিজস্ব চিত্র

বর্ষার জলে খানাখন্দে ভরা রাস্তায় চলতে গিয়ে হামেশাই দুর্ঘটনার শিকার হতে হচ্ছে গ্রামবাসীদের ৷ রাস্তা সারাইয়ের জন্য পঞ্চায়েতের কাছে বার বার দাবি জানালেও পঞ্চায়েত নির্বিকার। অথচ পঞ্চায়েত অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে থাকা এই রাস্তা দিয়ে কয়েকটি গ্রামের বাসিন্দারা যাতায়াত করে থাকে।

আরও পড়ুনঃ পাঁশকুড়াতে বেহাল রাস্তা মেরামতের দাবিতে পড়ুয়াদের বিক্ষোভ

ক্ষুব্ধ গ্রামবাসীদের অভিযোগ প্রত্যেকবার কি পঞ্চায়েত, কি বিধানসভা কি লোকসভা সব ভোটের মুখে গ্রামে এসে নেতা থেকে মন্ত্রী রাস্তা মেরামত করে দেবার প্রতিশ্রুতি দিয়ে যায়। কিন্তু ভোট চলেগেলে সেই প্রতিশ্রুতি তারা ভুলে যায়।খানাখন্দে ভরা রাস্তা যেমন ছিল তেমনই থাকে।

যদিও জলঘর পঞ্চায়েত অফিসে এব্যাপারে খোঁজ নিতে গেলে প্রধান অফিসে না থাকায় তাঁর কোন বক্তব্য পাওয়া যায় নি। ফোনের সুইচও অফ। তাই ফোনেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here