সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
শনিবার সকাল সাড়ে ১০ টা থেকে কয়েকশো গ্রামবাসী দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-১ বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে ঘূর্ণিঝড় আমপানের ত্রাণ নিয়ে দুর্নীতির প্রতিবাদে।প্রায় এক ঘন্টা ধরে গ্রামবাসীরা ক্যানিং-১নং এর বিডিও নিলাদ্রি শেখর দে কে ঘেরাও করে রাখে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ক্যানিং থানার পুলিশ বাহিনী।গত ২০ মে আমপানের তান্ডবে ধ্বংস স্তূপে পরিণত হয় ক্যানিং-১ ও ২,বাসন্তী,গোসাবা ব্লকের বিভিন্ন গ্রাম গুলি।
আরও পড়ুনঃ মাস্ক হীন পুলিশ আধিকারিকের বৃক্ষরোপন, উঠছে প্রশ্ন
এদিন ক্যানিং-১ ব্লকের মাতলা-২ গ্রাম পঞ্চায়েতের রাজারলাট ও পুরাতন চাঁদনী গ্রামের কয়েকশো গ্রামবাসী ত্রাণ নিয়ে দুনীর্তির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করে।প্রায় এক ঘন্টা ধরে বিক্ষোভকারীরা ক্যানিং-১ নং এর বিডিও কে ঘেরাও করে রাখে। ফলে এখনও পর্যন্ত ঘরবন্দি বিডিও। চলছে বিক্ষোভ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584