নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
গ্রামে করোনা আক্রান্তদের জন্য আইসোলেশন কেন্দ্র খোলার গুজবকে ঘিরে শনিবার উত্তেজনা ছড়াল মালদহের হরিশ্চন্দ্রপু্রে। এদিন হরিশ্চন্দ্রপুর আইটিআই কলেজ পরিদর্শনে যান প্রশাসনের কর্তারা। তারপরেই সেখানে আইসোলেশন ওয়ার্ড খোলা হবে বলে গুজব রটে যায়।
এরপরেই আইআইটি কলেজের সামনে অতিরিক্ত দুই জেলাশাসক, বিডিওর গাড়ি আটকে বিক্ষোভ শুরু করেন বাসিন্দাদের একাংশ। প্রশাসনের কর্তাদের রাস্তা আটকানোর পাশাপাশি টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু হয়। পরে প্রশাসনের কর্তাদের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আরও পড়ুনঃ আটাতে বেরোচ্ছে প্লাস্টিক, নমুনা সংগ্রহ করল প্রশাসন
হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের বিডিও অনির্বান বসু বলেন, ‘আইসোলেশন কেন্দ্র খোলা হবে এমন বিষয় আমার জানা নেই। আমরা কোয়ারেন্টাইন কেন্দ্রগুলি পরিদর্শনে গিয়েছিলাম।’ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন হরিশ্চন্দ্রপুরে গিয়ে একাধিক কোয়ারেন্টাইন কেন্দ্র পরিদর্শন করেন অতিরিক্ত জেলাশাসক অর্ণব চট্টোপাধ্যায় ও অশোক মোদক। সঙ্গে ছিলেন বিডিও। তারা আইটিআই কলেজ দেখে অন্য একটি কেন্দ্র পরিদর্শনে যান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584