নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
মায়ের সম্ভ্রম বাঁচাতে ৪ মাস আগে কিশোর রত্ন বর্মনের খুনে অভিযুক্তরা জামিন পেতেই বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসীরা। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানার আখিরা পাড়া এলাকায় ঘটেছে ঘটনাটি। মৃত রত্ন বর্মনের পরিবার ও গ্রামবাসীদের অভিযোগ, ৪ মাস আগে দশম শ্রেণীর ছাত্র রত্ন বর্মন কে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে এলাকার ১১ জনের বিরুদ্ধে।
পুলিশ এর মধ্যে ৭ জনকে আদালতে পেশ করে। পরিবারের অভিযোগ, মূল অভিযুক্ত গণেশ সরকারকে পুলিশ এখনও গ্রেফতার করতে পারেনি। উপরন্তু যে ৭ জনকে পুলিশ আদালতে তুলেছিল ইতিমধ্যে তারা জামিন পেয়ে গিয়েছে। জামিন পেয়ে এলাকায় ফিরে আসায় গ্রামবাসীদের মধ্যে বিক্ষোভ দেখা দেয়।
এদিন তাদের বাড়ি ঘেরাও করে গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার আইসি অরিন্দম মুখোপাধ্যায় সহ বিশাল পুলিশবাহিনী। পুলিশি আশ্বাসে এবং পুলিশ অভিযুক্তদের পুনরায় ধরে নিয়ে আসায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
রত্ন বর্মনের বাবা-মা জানান, চার মাস হয়ে গেছে ছেলের মৃত্যুর ঘটনা। পুলিশ এখনও মূল অভিযুক্তকে গ্রেফতার করেনি। তাদের আরো অভিযোগ পুলিশ ঠিকমতো চার্জশিট পেশ না করায়, ধৃত অভিযুক্তরা জামিন পেয়ে গিয়েছে। ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে।
এলাকাবাসীরা জানান, খুনে অভিযুক্তরা জামিন পেয়ে আবার খুনের হুমকি দিচ্ছে। উপরন্তু মূল অভিযুক্তরা এখনও ধরা পড়েনি। তাদের দাবি খুনিদের উপযুক্ত শাস্তি দিতে হবে।রত্ন বর্মনের খুনিদের উপযুক্ত শাস্তির দাবিতে এদিন ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584