গিলের ছাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র যেন ভূতের বাসা! বিক্ষোভ জনতার

0
76

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ

গিলের ছাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামোর উন্নতির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল সাধারণ মানুষ। স্বাস্থ্য বাঁচাও কমিটির নাম দিয়ে অবরোধে শামিল হন প্রবীণ থেকে নবীনেরা। স্তব্ধ হয়ে যায় রায়দিঘি – ডায়মন্ড হারবার রাস্তা।

villagers protest | newsfront.co
নিজস্ব চিত্র

মথুরাপুর দু নম্বর ব্লকের সামনে চলে এই বিক্ষোভ কর্মসূচি। অভিযোগ, দীর্ঘদিন ধরে মানুষের দাবি ছিল স্বাস্থকেন্দ্রের সু-ব্যবস্থ করা, রাধাকান্তপুর গ্রাম পঞ্চায়েতের গিলের ছাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। ১৯৬২ সালে ৬ টা অঞ্চলের কয়েক হাজার মানুষের পরিষেবার জন্য হাসপাতাল স্থাপিত হয়। তৎকালীন বিধায়ক ছিলেন বিন্দাবন গায়েন। দু’একর জমির উপর গড়ে ওঠা হাসপাতাল পেয়ে স্বস্তি মিলেছিল এলাকার মানুষজনের। প্রসূতি মহিলা থেকে সাপে কাটা রুগী সমস্ত রকম চিকিৎসায় হত তখন। হাসপাতাল পরিকাঠামো যথেষ্ট উন্নত ছিল সেসময়ে।

আরও পড়ুনঃ বেলদায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু মহিলার

কিন্তু সময় যত বদলেছে, সংস্করণের অভাবে বদলেছে হাসপাতালের হালহকিকত। দীর্ঘদিন জঙ্গল, আর্বজনা, অপরিচ্ছন্নতা নিয়ে আঙুল তুলেছিলেন অনেকে। বাম আমলে বলা হয়েছিল আরও ভালো করা হবে। কিন্তু প্রত্তাশা প্রতিশ্রুতি আরও বাড়ে পালাবদলের পর।

আজও বদল হয়নি পরিষেবার। বাধ্য হয়ে কখনও মথুরাপুর,রায়দিঘি কখনও ডায়মন্ড হারবার,কলকাতায় পারি দিতে হয় সাধারণ মানুষকে। বর্তমানে দুদিন খোলা থাকে হাসপাতাল। কিন্তু ডাক্তার নেই, নেই কোন নার্স। আছে শুধু আসাকর্মীরা। যার ফলে বেহাল রুপ নিয়েছে স্বাস্থ্য পরিষেবা নিয়ে। খেটে খাওয়া সুন্দরবন বাসীদের জীবনে এখন স্বাস্থ্যপরিষেবা এই হাসপাতালে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুনঃ বীরভূমে দিলীপ ঘোষের সভায় আসার পথে বাধা বিজেপি কর্মীদের, গুলিবিদ্ধ ১

২০১৯ সালে মুখ্যমন্ত্রী দশটি বেড দেয়। জঙ্গলে ভরা বিষাক্ত পোকামাকরের উৎপাতে, আতঙ্কে এলাকাবাসী। হাসপাতাল এখন ভূতুরে বাসা হয়ে দাঁড়িয়েছে। বারংবার মথুরাপুর এক নম্বর বিএমওএইচ থেকে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারীককে জানিয়েও মিলছেনা সমাধান। বাধ্য হয়ে পথে বসে এলাকার মানুষ।

দ‌ক্ষিণ ২৪ পরগনার স্বাস্থ্য বাঁচাও ক‌মি‌টির নাম দি‌য়ে আন্দ‌লো‌নে নাম‌েন ক‌য়েক’শ আন্দ‌লোনকারী। যতক্ষণ সমাধান না হবে ত‌তক্ষণ চল‌বে আন্দ‌োলন বলে জানা গিয়েছে। মানু‌ষের জীবন নি‌য়ে খেল‌ছে রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দাবি বিজেপির। তৃণমূলের দাবি, খুব তারাতাড়ি পরিষেবা পাবে সেখানকার মানুষ। সামনে নির্বাচন, আর এটাকে হাতিয়ার করেই আন্দলোনে নামছে বিরোধীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here