রক্তের সংকট মেটাতে রক্তদান ” উৎসর্গ ” এগিয়ে এলেন বহরমপুর ট্রাফিক পুলিশ

0
96

রঙ্গিলা খাতুন, মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের ব্লাডব্যাঙ্কে চরম রক্তের সংকট।  হয়রানির শিকার রোগী ও রোগীর আত্মীয়রা। আর সেকারনেই রক্তের ঘাটতি মেটাতে উদ্যোগী জেলার পুলিশ প্রশাসন। জেলার প্রতিটি থানায় আয়োজিত হচ্ছে উৎসর্গ, রক্তদান উৎসব। বহরমপুর থানা ট্র্যাফিকের উদ্যোগে আয়োজিত হল উৎসর্গ, রক্তদান উৎসব কর্মসূচী।

নিজস্ব চিত্র

রাজ্য সরকারের উৎসর্গ প্রকল্পের মাধ্যমে, মুর্শিদাবাদ পুলিশ জেলায় রক্ত সংকট মেটাতে মুর্শিদাবাদ ট্রাফিক পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার বহরমপুরের গোরাবাজার ফাঁড়ি চত্বরে অতিরিক্ত আরক্ষাধক্ষ্য (ট্রাফিক) পাপিয়া সুলতানা-র উদ্যোগে এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হসপিটালের ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের কর্মসূচি পালন করা হয়।

আরও পড়ুনঃ সরকারি সুবিধা পৌঁছে দিতে কান্দির জীয়াদারা গ্রামে ‘ভ্রাম্যমাণ দুয়ারে সরকার ক্যাম্প’

এদিনের রক্তদান শিবিরে মুর্শিদাবাদ পুলিশ সুপার কে. সবরী রাজকুমার, সুবিমল পাল (অ্যাডিশনাল এসপি সদর)  তন্ময় সরকার (অ্যাডিশনাল এসপি লালবাগ) এবং উচ্চপদস্থ  পুলিশ অধিকারিকবৃন্দের উপস্থিতিতে, অতিরিক্ত আরক্ষাধক্ষ্য ট্রাফিক মহাশয়া সহ মোট ৫৮ জন ট্রাফিক পুলিশ আধিকারিক, পুলিশকর্মী ও সিভিক ভালান্টিয়ার স্বেচ্ছায় রক্ত দান করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here