নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে আমপান ঝড়ে ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ না পাওয়ায় অঞ্চল অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাল এলাকাবাসীরা।

কোলাঘাট ব্লকের সিদ্ধার এক নম্বর অঞ্চলের বাসিন্দাদের অভিযোগ, ‘যাদের কংক্রিটের পাকা বাড়ি রয়েছে, তারা কোন ক্ষতিগ্রস্ত না হওয়া সত্ত্বেও ক্ষতিপূরণ পেয়েছে। অথচ কিন্তু আমাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও আমরা টাকা পাইনি। তাই আমরা অঞ্চল অফিস তালা লাগিয়ে বিক্ষোভ দেখাই।’

আরও পড়ুনঃ ১২ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে যাদবপুর বিশ্ববিদ্যালয়
অন্যদিকে অঞ্চল প্রধান সন্দীপ কুমার পাঁজা জানান, ‘আমাদের পদ্ধতিগত ভুল থাকায় কিছু অসুবিধা হয়েছে। যাদের পাকা বাড়ি রয়েছে, তাদের কাছ থেকে ক্ষতিপূরণ বাবদ সরকারি বরাদ্দ টাকা নিয়ে বিডিও অফিসে ফেরত দিচ্ছি। কিন্তু কিছু বিজেপি কর্মী-সমর্থকরা এলাকা উত্তপ্ত করার জন্য আমাদের না জানিয়ে অঞ্চলের তালা লাগিয়েছে। আমরা আইনের সাহায্য নেব।’ আগামী দিনে এই সব সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন এলাকাবাসীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584