মালদহে বেহাল রাস্তায় ব্যারিকেড দিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

0
29

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

প্রশাসনের উপরে ভরসা না রাখতে পেরে বেহাল রাস্তায় বাঁশের ব্যারিকেড লাগিয়ে বিক্ষোভ দেখালেন চাচোল ২ নং ব্লকের তেলিপাড়া ও পূর্বপাড়া এলাকার বাসিন্দারা।

villager protest | newsfront.co
নিজস্ব চিত্র

শুক্রবার দুপুরের পরে মালতিপুর গ্রাম পঞ্চায়েতের টিলাপাড়া সহ চার পাঁচটি গ্রামের বাসিন্দারা তিন কিলোমিটার পাকা রাস্তার দাবিতে বাঁশের ব্যারিকেড লাগিয়ে বিক্ষোভ দেখান। যদিও পঞ্চায়েত প্রধানের আশ্বাসে ঘন্টা তিনেকের পর বিক্ষোভ উঠে যায়।

road damage | newsfront.co
বেহাল রাস্তা। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ করোনা সংক্রমণের চিকিৎসা ব্যবস্থা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কড়া হুঁশিয়ারি অধীরের

গ্রামবাসীর অভিযোগ, দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে রয়েছে গ্রামের এই প্রায় তিন কিলোমিটার রাস্তা। ভোট আসলে এলাকার তাবড় তাবড় নেতারা রাস্তা সংস্কারের বিষয়টি নিয়ে আমাদের প্রতিশ্রুতি দিয়ে চলে যায়, কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়িত হয় না।

villager | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ অঙ্গনওয়াড়ি সেন্টারে বিক্ষোভ

এই বেহাল রাস্তা দিয়ে যাতায়াত করতে চরম সমস্যার সম্মুখীন হতে হয় গ্রামবাসীদের। অবিলম্বে এ রাস্তা পাকা করা হোক, না হলে তারা আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন।

বেহাল রাস্তার বিষয়টি নিয়ে মালতিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জিজ্ঞাসা করা হলে, তিনি জানান, “২০০ মিটার রাস্তা পঞ্চায়েতের পক্ষ থেকে করা হবে। বাকিটা জেলা পরিষদকে জানানো হয়েছে। জেলা পরিষদ বাকি রাস্তা সংস্কার করবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here