বৃষ্টিতে বেহাল রাস্তা, হুঁশ নেই প্রশাসনের

0
57

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ

কু‌ল্পি ব্ল‌কের ‌পিডব্লুডি -র অন্তর্গত রাস্তার বেহাল দশা। দীর্ঘ নয় কি‌লোমিটার খারাপ রাস্তার জে‌রে সমস‌্যায় প‌ড়েছে গা‌ড়ির চালক থে‌কে নিত‌্য যাত্রীরা। ক‌য়েক হাজার মানুষ যাতায়াত ক‌রে এই রাস্তা দি‌য়ে। সুন্দরবনে যাওয়ার সহ‌জ উপায় এই রাস্তা।

damage road | newsfront.co
রাস্তার বেহাল দশা। নিজস্ব চিত্র

কিন্তু এই রাস্তা দীর্ঘ এক বছর ধরে খারাপ। কোথাও এক ফুট কোথাও দু’ফুট গর্তে জল জ‌মে বেহাল অবস্থা হয়েছে। ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। কোন হুঁশ নেই পিডব্লুডিরও। কুল্পি থানার সামনে,তাঁতীর হাট,মিরজাপুর,মধুসুধনপুর মোড়ের বেহাল দশা। টোটো, অটো, বাস, ইঞ্জিনভ্যান, পাভ্যান সহ প্রতিদিন বহু গাড়ি যাতায়াত করে এই রাস্তা দিয়ে।

road | newsfront.co
নিজস্ব চিত্র

মন্দিরবাজার ব্লক,কুল্পি ব্লক,পাথর প্রতিমা ব্লকে যাওয়ার সহজ রাস্তা কুল্পি – লক্ষ্মীকান্তপুরের রাস্তা। আর এই বেহাল রাস্তার জন্য প্রশাসনের উপর ক্ষোভ দেখাচ্ছেন বাসিন্দারা। যদিও কুল্পির পূর্ত কর্মাধ্যক্ষ গৌর হরি হালদার স্বীকার করেছে বেহাল রাস্তার কথা। জেলার সঙ্গে মত বিরোধ থাকায় ব্লকের কাজ নিয়ে সমস্যা বলে তিনি জানান।

আরও পড়ুনঃ জলের তোড়ে ভেঙে গেল ব্রিটিশ আমলে তৈরি সেতু

villager | newsfront.co
গৌরহরি হালদার, পূর্ত কর্মাধ্যক্ষ। নিজস্ব চিত্র
goutam halder  | newsfront.co
গৌতম হালদার, অটো চালক। নিজস্ব চিত্র

অথচ জেলা পরিষদের সহসভাধিপতি পূর্ণিমা হাজারির কাজ নিয়ে অসন্তোষ দলের একাংশের। ফলে পিডব্লুডি -র রাস্তা যে ভাবে কাজ হওয়ার কথা তা হয়নি। টেন্ডারে উল্লেখ রয়েছে লকডাউনের আগে শেষ হবে কাজ, অথচ আজও সম্পূর্ণ হয়নি সেই কাজ।

আরও পড়ুনঃ রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত খেজুরি,আক্রান্ত বিজেপি কর্মী

manodip mandol | newsfront.co
মনোদীপ মন্ডল, স্থানীয় বিজেপি নেতা। নিজস্ব চিত্র

এমনকি কুচো পাথর সহ মাটি দিয়ে নির্মিত হয়েছে রাস্তা। পিচ না পড়ায় বর্ষার জলে কঙ্কাল রুপ নিয়েছে বলে দাবি অভিযোগকারীদের। যা নিয়ে সরব বিরোধী সংগঠন বিজেপিও। রাস্তা তৈরির নামে কোটি কোটি টাকা লুট করেছে, বলে দাবি বিজেপি নেতার। যা নিয়ে আগামীতে আন্দোলন শুরু করবে বলে তারা জানিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here