পাকা রাস্তার দাবিতে বিক্ষোভে গ্রামবাসীরা

0
27

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

পাকা রাস্তার দাবিতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। তপন ব্লকের ২ নং আজমতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানপাড়া মোড় এলাকায় এই ঘটনাটি ঘটে। দীর্ঘ ৬ ঘন্টা পরে বিধায়কের আশ্বাসে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।

Burn | newsfront.co
নিজস্ব চিত্র

রাস্তার দাবিতে গ্রামবাসীদের অবরোধের জেরে যান চলাচল বন্ধ হয়ে যায় নয়াবাজার-করদহ রাজ্য সড়কে। এলাকাবাসীদের অভিযোগ, তপন ব্লকের ২ নং আজমতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানপাড়া মোড় থেকে দেড় কিলোমিটার রাস্তা স্বাধীনতার পর থেকেই বেহাল অবস্থায় রয়েছে। বহুবার আশ্বাস মিললেও তৈরি হয়নি পাকা রাস্তা। এর ফলে নিত্যদিন সমস্যায় পড়তে হচ্ছে এলাকার কয়েক হাজার গ্রামবাসীদের।

আরও পড়ুনঃ ১০৯ টি ট্রেনকে বেসরকারি হাতে তুলে দেওয়ায় সরব অধীর

এলাকাবাসীদের আরও অভিযোগ, এলাকায় রয়েছে একটি রেশন দোকান আইসিডিএস সেন্টার। নিত্যদিন রেশন সামগ্রী নিতে আসা মানুষদের চরম সমস্যায় পড়তে হয়। বার বার অভিযোগ করেও লাভ না হওয়ায় বৃহস্পতিবার সকাল আটটা থেকে নয়াবাজার করদহ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামের কয়েকশো মানুষজন।

আরও পড়ুনঃ দলগাঁওয়ে লক্ষাধিক টাকার চোরাই সেগুন কাঠ উদ্ধার

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তপন থানার পুলিশ ও বিডিওর প্রতিনিধি। তারা বেহাল রাস্তাটি পরিদর্শন করে গ্রামবাসীদের আশ্বাস দিলেও পথ অবরোধ তোলেননি গ্রামবাসীরা। দীর্ঘ ৬ ঘন্টা পরে বিধায়ক গৌতম দাস পৌঁছোন ঘটনাস্থলে। অবশেষে বিধায়কের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here