নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
সোমবার রাতে টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে শহর শিলিগুড়ির বিভিন্ন এলাকা। শিলিগুড়ি পুরনিগমের ৪৬ নম্বর ওয়ার্ডের ঢাকনিকাটা এলাকা পুরোপুরি জলমগ্ন। আর এতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।
এরপর স্থানীয়রা চম্পাসারি অঞ্চলের শ্রী গুরু বিদ্যা মন্দিরের সামনে রাস্তায় বাঁশের ব্যারিকেড দিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের অভিযোগ যে অল্প একটু বৃষ্টি হলেই গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এলাকায় জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকার জন্য প্রত্যেক বছরই এই অবস্থা হয় ।
আরও পড়ুনঃ কেশপুরে গুলিবিদ্ধ বিজেপি কর্মী
বহু বার প্রশাসনকে জানানো সত্বেও কোন লাভ হয়নি। এই কারণেই এদিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। অপরদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় প্রাধাননগর থানার পুলিশ। এরপর পুলিশ প্রশাসনের আশ্বাসের পর অবরোধ তুলে নেয় স্থানীয়রা।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584