নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
পরিশ্রুত পানীয় জলের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল এলাকার বাসিন্দারা।
দীর্ঘদিন ধরেই হরিশ্চন্দ্রপুর এলাকার রঙাইপুর সহ পার্শ্ববর্তী গ্রামগুলোতে পরিশ্রুত পানীয় জলের দাবি পূরণ না হওয়ায় বিক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। প্রায় চার ঘন্টা এই অবরোধ চলে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে ব্লক প্রশাসন পর্যন্ত সবাইকে জানিয়েও কোন কাজ হয়নি। সেইকারণে পথ অবরোধ করতে বাধ্য হয়েছেন তারা। অবরোধের জেরে যাত্রীবাহী গাড়ি, পণ্যবাহী গাড়ি আটকে ছিল।
আরও পড়ুনঃ ফের পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিপিএম-কংগ্রেসের বিক্ষোভ
চার ঘণ্টা পরে হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েত সমিতির শিশু নারী ত্রাণ কর্মাধ্যক্ষ ওয়ারেস আলীর মধ্যস্থতায় গ্রামবাসীরা অবরোধ তুলে নেন। স্থানীয় বাসিন্দা রুহুল আমিন বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে এই এলাকায় পরিশ্রুত পানীয় জলের দাবি করে আসছি। রঙাইপুর এলাকায় চারটি বুথে পরিশ্রুত পানীয় জল সরবরাহ থাকলেও বাকি বুথগুলোতে এখনো জল সরবরাহ ব্যবস্থা হয়নি। জল পেলেও মানুষ এখনো আয়রনযুক্ত নোংরা জল খেয়ে দিন কাটাচ্ছে।
আমরা চাই অবিলম্বে এখানে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা হোক।’ তিনি জানান, ‘এই এলাকার ৮টি গ্রামের মধ্যে ৬টি গ্রামে এখনো পরিশ্রুত পানীয় জল আসেনি। ওই এলাকার মানুষরা বাধ্য হয়েই আয়রনযুক্ত জল খাচ্ছেন ও পেটের অসুখে ভুগছেন।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584