নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
দীর্ঘ ১০ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের শীতলপুর গ্রাম পঞ্চায়েত এলাকা ও কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ৫ কিমি রাস্তা।
এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে তারা শীতলপুর পঞ্চায়েতে আবেদন জানিয়েছেন, কিন্তু কোন কাজ না হওয়ায় অবশেষে তারা একত্রিত হয়ে বৃহস্পতিবার ১১৬বি জাতীয় সড়ক অবরোধ করেন। অবশেষে নন্দকুমার থানার পুলিশ ও বিডিও এসে আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। এলাকাবাসীরা জানিয়েছেন কিছুদিনের মধ্যে যদি কাজ শুরু না হয় তাহলে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন।
আরও পড়ুনঃ স্বজনপোষণের অভিযোগে পঞ্চায়েত প্রধানকে ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের
এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে এই রাস্তার পাশেই পাঁচটি প্রাথমিক বিদ্যালয়, আইসিটি স্কুল এবং হাইস্কুল রয়েছে। এলাকার চক শীতলপুর, করক, গিরিশচক উত্তর ও দক্ষিণ পল্লী, শীতলপুর, পূর্ব মহিসালি, তেরপাড়া জলপাই পশ্চিম এই সমস্ত গ্রামের বাসিন্দারা এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। প্রায় দশ বছর হল এই রাস্তায় কোন সারাইয়ের কাজ করা হয়নি বলে জানান গ্রামবাসীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584