ডাইনি অপবাদে তিন জন আদিবাসী মহিলাকে মারধরের অভিযোগ চন্দ্রকোনায়

0
148

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

ডাইনি অপবাদে তিন জন আদিবাসী মহিলাকে মারধর করে বাড়ি ছাড়া করার হুমকি দেওয়া হয়। শনিবার ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানার অন্তর্গত চন্দ্রকোনা টাউন পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের ভাটপুকুর এলাকায়। ওই এলাকার বাসিন্দা লালি হেমব্রম সহ তার শাশুড়ি ও জাকে ডাইনি অপবাদে গ্রামবাসীরা শনিবার ব্যাপক মারধর করে বলে অভিযোগ। সেইসঙ্গে তাদের বাড়ি ছাড়া করার হুমকিও দেয় বলে অভিযোগ করেন লালি হেমব্রম।

chndrakona police station | newsfront.co
নিজস্ব চিত্র

লালি হেমব্রম ৬ জন গ্রামবাসীর নামে চন্দ্রকোনা টাউন থানায় অভিযোগ দায়ের করেন। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।অভিযোগ, সর্দি-কাশি হলে বা অন্য কোনো অসুখ হলে তাদের উপর নাকি আমরা ভর করি আমরা নাকি তিনজন ডাইনি, তাই তাদের অসুখ সারেনি। তাই আচমকাই শনিবার ডাইনি অপবাদ দিয়ে আমাদের ওপর গ্রামবাসীরা চড়াও হয় এবং মারধর করে এবং বাড়ি ছাড়া করার হুমকি দেয় বলে আক্রান্ত তিন আদিবাসী মহিলা অভিযোগ করেন।

আরও পড়ুনঃ নিয়ন্ত্রণ হারিয়ে সটান মক্কার মসজিদে ধাক্কা মারল গাড়ি!

যার ফলে তারা আতঙ্কের মধ্যে রয়েছেন বলে ওই আদিবাসী মহিলারা জানান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় চন্দ্রকোনা টাউন থানার পুলিশ। পুলিশ গিয়ে গ্রামবাসীদের সাথে কথা বলেন, ডাইনি বলে কিছুই নেই, তা ভালোভাবে পুলিশ গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করে। কিন্তু ওই গ্রামে যথেষ্ট উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ গ্রামবাসীদের সাথে আলোচনা শুরু করেছে।

সেই সঙ্গে যাতে ওই পরিবারের উপর কোনরকম আক্রমণ না হয় সেই বিষয়টির দিকে নজর রয়েছে পুলিশের। এর আগেও একাধিকবার চন্দ্রকোনা এলাকায় ডাইনি অপবাদে অনেক ঘটনা ঘটেছে। তাই ওই আদিবাসী তিন মহিলা আতঙ্কের মধ্যে তাদের পরিবার নিয়ে রয়েছেন। যে কোন সময় অঘটন ঘটার আশঙ্কা করছেন ওই পরিবারের সদস্যরা তাই পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানিয়েছেন আতঙ্কিত আদিবাসী পরিবারটি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here