নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ আচমকাই মাদারিহাটের উত্তর খয়েরবাড়ি গ্রামে হানা দেয় একপাল বুনো হাতি। রাতভর হামলা চালিয়ে ভেঙে তছনছ করে দেয় বেশ কয়েকটি সুপারি বাগান।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার বন দফতরের কাছে আবেদন জানানো হলেও হাতি তাড়াতে এলাকায় বন কর্মীরা আসেননি।
আরও পড়ুনঃ কুমারগ্রামের প্রাথমিক স্কুলে বুনো হাতির তাণ্ডবে এলাকায় চাঞ্চল্য
এতেই ক্ষুব্ধ হয়ে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা সকাল নটা থেকে বেলা বারোটা পর্যন্ত মাদারিহাট থেকে টোটোপাড়া যাওয়ার রাস্তাটি অবরোধ করেন। ক্ষতিগ্রস্তরা জানান, কয়েক বছর ধরে হাতির খাদ্য তালিকায় ঠাঁই পেয়েছে সুপারি গাছ। সুপারি গাছের কাণ্ড ভেঙে ভেতরের শাঁস বের করে খাচ্ছে হাতি।
এরপর বন দফতর ও পুলিশের পক্ষ থেকে উপযুক্ত ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হলে আন্দোলন প্রত্যাহার করে নেন গ্রামবাসীরা।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584