নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
গবাদি পশু নিয়ে রাজ্য সড়ক অবরোধ জলঙ্গিতে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বহরমপুর জলঙ্গি রাজ্য সড়কের সুধীর সাহার মোড় এলাকায়।
সূত্রের খবর, এদিন প্রায় ৭০০ থেকে ৮০০ টি গবাদি পশু নিয়ে রাস্তা অবরোধ করেন জলঙ্গীর ঘোষ সম্প্রদায়ের মানুষরা। তাদের অভিযোগ, মূলত বিএসএফ-এর অত্যাচারের কারণেই তারা গবাদি পশু পালন করতে পারছে না। তাই তার প্রতিবাদে তারা রাস্তা অবরোধ করেন।
আরও পড়ুনঃ চিনা সামগ্রী পুড়িয়ে প্রতিবাদ ব্যবসায়ীদের
মুর্শিদাবাদে জলঙ্গি চর ভদ্রা এলাকায় পশু পালকদের দাবি, ১৪১ নম্বর বিএসএফ ব্যাটালিয়ন তাদের গবাদি পশু পালনে বাধা দিচ্ছে। তাদের অভিযোগ, বিএসএফরা প্রতিশ্রুতি দিয়ে নানান কাজ করিয়ে নিচ্ছে। গতকাল থেকে পালিত গরুও তাদের এলাকা থেকে জোড় করে বের করে দিচ্ছে।’ ক্ষোভের বশে ওনারা বলেন, ‘এইরকম চলতে থাকে তাহলে ওনারা নিজেরা আত্মহত্যা করবেন নচেৎ কীটনাশক পালিত পশুদের খাইয়ে নিজেরা খেয়ে মরবেন।’
ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় জলঙ্গি ব্লক তৃণমূল সভাপতি তথা চোয়াপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান রাকিবুল ইসলাম। তিনি পশু পালকদের আশ্বাস দেন, আইন মেনেই তাদের পালিত পশু প্রতিবছরের মতো এবছরও নিয়ে গিয়েছিল। সেটা সকলেরই জানা। পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, বিডিও, পুলিশ প্রশাসন থেকে এমনকি বিএসএফ কমান্ডারদের জানা। তবুও এমন করার কারণ কী এবিষয়ে আমরা বিএসএফদের সাথে কথা বলব।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584