বুড়োরাজের পুজোয় মাতল বর্ধমান

0
36

সুদীপ পাল, বর্ধমানঃ

এককথায় শিব জ্ঞানে গাছ পুজো। শতাব্দীকাল ধরে এই প্রথা মেনে পুজো হয়ে আসছে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে। তালিকায় আছে ভাতার থানার হাড়গ্রাম অথবা বর্ধমানের জামালপুর, রামনগর প্রভৃতি একাধিক এলাকা।

villagers celebrate buro puja in burdwan | newsfront.co
বুড়োরাজের পুজো। নিজস্ব চিত্র

ভাতারের হাড়গ্রামে একটি অশ্বত্থ গাছকে পুজো শুরু করেন বাসিন্দারা। গাছের তলায় বাঁধানো জায়গায় দীর্ঘকাল ধরে পুজো দিয়ে আসছেন গ্রামবাসীরা। এই জানা গেছে, গাছটিকে বুড়োরাজ হিসেবে মানেন এলাকার মানুষ।

আরও পড়ুনঃ হ‍্যামিল্টণগঞ্জে বিজেপির অভিনন্দন যাত্রা

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, প্রতি বছর মাঘী পূর্ণিমা তিথিতে গাছের নীচে বেদিতে পুজো হয় বুড়োরাজের। হাড়গ্রাম ছাড়া পলসোনা, খেড়ুর প্রভৃতি গ্রামের বাসিন্দারা অংশগ্রহণ করেন পুজোয়।

জেলার অন্যান্য জায়গাতেও বুড়োরাজের মন্দির কোথাও কোথাও রয়েছে। কোথাও শুধু বেদিতেই পুজোর আয়োজন করা হয়। তবে সব জায়গাতেই পুণ্যার্থীরা পুজো দেওয়ার পরে যাতে প্রসাদ পান সেজন্য খিচুড়ি প্রসাদের ব্যবস্থা থাকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here