নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ
বর্ষা এলেই এক হাঁটু কাদা টপকে যাতায়াত করতে হয় বাসিন্দাদের। দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ড সরাইঘাট মালম এলাকার ঘটনা।অভিযোগ পুর-এলাকা হওয়া সত্বেও দীর্ঘদিন ধরেই অত্যন্ত বেহাল হয়ে রয়েছে এই অঞ্চলের রাস্তা ৷
কাঁচা রাস্তা সংস্কার করার কোন উদ্যোগও নেওয়া হয়নি প্রশাসনের তরফ থেকে । এদিকে বর্ষা এলেই কাঁচা রাস্তার ওপর দিয়ে ট্রাক্টরের দৌরাত্ম্যে চলাচল বন্ধের উপক্রম হয় স্থানীয় বাসিন্দাদের। সরাইঘাট থেকে মালম হয়ে বটতলী মোড় অবধি রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ।
জানা যায় খারাপ রাস্তার কারণে এলাকার কৃষকরা কৃষিজ পণ্য নিয়ে ঘুরপথে প্রায় কয়েক কিলোমিটার দূরে ঢুমসাদিঘি দিয়ে যাতায়াত করতে বাধ্য হন।বাসিন্দারা জানান বিগত দিনে বছর খানেক আগে সরকারি তরফে একবার রাস্তায় পাথর ফেলা হলেও রাস্তা সংস্করণের বিষয়টি বাস্তবায়িত হয়নি।
আরও পড়ুনঃ শালবনিতে হাতির তাণ্ডব,ধান চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা
কতদিনে বেহাল রাস্তার সংস্কার হয়ে এলাকাবাসীর নিত্যদিনের দুর্ভোগ মিটবে সে আশাতেই দিন গুনছেন সরাইঘাট মালোম এলাকার বাসিন্দারা ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584