নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
জলঙ্গি ব্লকের ফরিদপুর অঞ্চলের গ্রাম পঞ্চায়েত অফিসের রাস্তার বেহাল অবস্থা বিগত বামফ্রন্ট আমল থেকেই। যদিও তাদের আমলে একটু লাল মাটি শুধু পড়ে ছিল। তাও প্রায় ১৫ বছর অতিক্রম করতে চলেছে, এখনও কোন রাস্তার ব্যবস্থা হয়নি।
এই রাস্তা দিয়ে গ্রামের কয়েক হাজার মানুষকে তাদের সমস্যা নিয়ে পঞ্চায়েত অফিসে যেতে হয়। কোন যোগাযোগ ব্যবস্থা তো দূরের কথা একটু বৃষ্টি হলে হেঁটে যাবার মত অবস্থা থাকেনা গ্রামবাসীদের।
স্থানীয় এক ব্যক্তি জানান, “আমার গ্রাম পোল্লাডাঙ্গা। আমাদের ছেলে মেয়ে এমনকি আমাদেরকেও অনেক সময় এই রাস্তা দিয়ে পঞ্চায়েত যেতে হয়। আর পঞ্চায়েতের পরে ফরিদপুর হাইস্কুল প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত। আর বর্ষার সময় স্কুলে যেতে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়, সাইকেল চালিয়ে যেতে।আর বিকল্প রাস্তা বলতে, আবার অনেক দূর ঘুরে যেতে হয় স্কুল।”
বিগত দিনে বামফ্রন্ট আর কংগ্রেস পঞ্চায়েত চালিয়েছেন তারা সেই রকম ভাবে কিছু করেননি রাস্তার।বর্তমানে তৃণমূল কংগ্রেসের দখলে পঞ্চায়েত রয়েছে তাদের কয়েক বছর হলেও এখনও রাস্তার জন্য কিছু করেননি বলে অভিযোগ গ্রামবাসীদের।
আরও পড়ুনঃ বালুরঘাটে, নিজেদের প্রাণ সংশয়ের ভয়ে পুত্রবধূকে বাড়িতে ঢুকতে বাধা শ্বশুর – শাশুড়ির
এই বিষয়ে পঞ্চায়েতের প্রধান মাইনুল ইসলাম বলেন যে, “এই রাস্তাটি অনেক আগেই হয়েছে, তখন আমি রাজনীতি শুরু করিনি। আমি রাস্তাটি খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করার ব্যবস্থা করব। আর আমার ব্যক্তিগত কোন ক্ষমতা নেই। আমি সকল মেম্বারদের নিয়ে মিটিং করি সেখানেই ঠিক হয় কোন রাস্তা আগে – পরে হবে।তবে আমি এই রাস্তার কথা তুলব আর সাধ্যমত চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাটি ঢালায় করার।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584