সায়নিকা সরকার, মালদহঃ
তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর ভুতনিবাসী দীর্ঘ দিনের সমস্যার সমাধান হয়েছিল। ভুতনিতে সেতু তৈরি হয়েছিল। কিন্তু সেতুর সাথে যোগাযোগের রাস্তা সেই কাঁচায় থেকে যায়। ফলে বর্ষা শুরু হতেই ভুতনি সেতু সংলগ্ন রাস্তার বেহাল দশায় বেশিরভাগ মোটরবাইক চালক ও সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ফুলহার নদীতে নৌকা পারাপার করছেন।
মানুষ বাঁধের উপর দিয়ে গিয়েই সেতু ব্যবহার করতেন। কিন্তু বৃষ্টিতে সেই রাস্তা খারাপ হয়ে যাওয়ার ফলে প্রাণের ঝুঁকি নিয়ে ফুলহার নদীতে নৌকা দিয়ে পারাপার করছেন। স্থানীয়রা অভিযোগ করেছেন, রাজ্য সরকার এত টাকা দিয়ে ব্রিজ করেছে অথচ সামান্য ৩০০ মিটার রাস্তার বেহাল দশা। সামান্য বৃষ্টিতে জলকাদায় ভরে যাচ্ছে। তাদের চলার অযোগ্য হয়ে উঠেছে।
আরও পড়ুনঃ রেললাইনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ল গম বোঝাই লরি
মালদহ জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মন্ডল জানিয়েছেন, ভুতনির মানুষের কথা ভেবে তাদের যোগাযোগের জন্য পাকা সেতু তৈরি করা হয়েছে। ব্রিজ সংলগ্ন রাস্তাটি বর্ষাতে খারাপ হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি সেই রাস্তা মেরামত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584