নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মঙ্গলবার হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের কুশিদা ও রশিদাবাদ অঞ্চলে গ্রামবাসীদের উদ্যোগে তৈরি পরিযায়ী শ্রমিকদের কোয়ারেন্টাইন সেন্টারের ১০টি স্কূলে শুকনো খাদ্য, মাস্ক, ও সাবান দেওয়া হলো।
ভাটোল জুনিয়র হাই স্কূল, ভাটোল প্রাইমারি স্কূল, খরমপুর প্রাইমারি স্কূল, নসরপুর প্রাইমারি স্কূল, জয়নগর এসএসকে ,ওয়ারি আদিবাসী প্রাইমারি স্কূল, দৌলতপুর প্রাইমারি স্কূল, লখীপুর প্রাইমারি স্কূল, রানীপুরা মাদ্রাসা, রানীপুরা এমএসকেতে থাকা ২০০ পরিযায়ী শ্রমিককে এই সব জিনিস দেওয়া হয়।
আরও পড়ুনঃ করোনা যুদ্ধে জয়ী রায়গঞ্জের ৩ জন
স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এই জায়গাগুলোতে পরিযায়ী শ্রমিকরা কোয়ারেন্টাইনে রয়েছেন। শ্রমিকদের অবাধ ঘোরাফেরা নিয়ে যাতে কেউ আতঙ্কিত না হন, সেকারনেই গ্রামের মানুষ মিলিত ভাবে সকলের সাহায্যে কিছু কিছু জায়গায় খাবার ব্যবস্থা করেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584