আধার কার্ড নিয়ে সমস্যায় জর্জরিত ফালাকাটাবাসী

0
54

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

‘আঁধারেই ডুবে রয়েছে আধার কার্ড’৷ আধার কার্ড এখন সব কাজের ক্ষেত্রেই অতিপ্রয়োজনীয়, কিন্তু সেই আধার কার্ড নিয়েই চলছে হয়রানি। যার ফলে সমস্যায় পড়েছেন আধারহীন সাধারণ মানুষ।

villagers protest | newsfront.co
বিক্ষুব্ধ জনগন ৷ নিজস্ব চিত্র

একদিকে যেমন ব্যাংক গুলিতে কার্ড তৈরির জন্য সাধারণ মানুষ ভোর রাত থেকে লাইন দাঁড়িয়ে থেকেও মিলছে না আধার কার্ড বলে অভিযোগ করা হচ্ছে । তাই আধারকার্ড তৈরি নিয়ে নাজেহাল ফালাকাটার সাধারণ মানুষ।উল্লেখ্য, ফালাকাটার একটি ব্যাংকের শাখায় আধার কার্ড নতুন করে বানানো ও সংশোধন সমস্ত কিছু করার কথা।

আরও পড়ুনঃ মানবিক উদ্যোগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, পনেরো বছর পর মা-ছেলের মিলন

কিন্তু নাম ফোন নম্বর ব্যাংকের শাখায় লিখে আসলেও দিনের পর দিন কেটে গেলেও ঐ ব্যাংকের শাখায় কোন আধার কার্ড বানানো হচ্ছে না বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। এদিকে আধার কার্ডের অভাবে অনেকেই সরকারী সুযোগ সুবিধা পেতে সমস্যায় পড়ছেন। কেননা মোবাইলের সিমকার্ড তোলা থেকে শুরু করে ব্যাংকের কাজকর্ম সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পেতে আধার কার্ড বাধ্যতামূলক।

আর সেই আধার কার্ড বানানো নিয়েই চলছে হয়রানি। স্থানীয় বাসিন্দা জগদীশ বিশ্বাস জানান “আধার কার্ড এর জন্য বহু দিন ধরে ঘুরছি, ফালাকাটার একটি ব্যাংকে দিনের পর দিন খালি তারিখ দিয়ে যাচ্ছে ওই ব্যাংক থেকে তবে কাজ কিছুই হচ্ছে না। বাচ্চাদের আধার কার্ড না হলে কোন কাজই করতে পারছিনা। স্কুলের ভর্তি পর্যন্ত করতে পারছিনা সন্তানদের। আমরা চাই আধার কার্ড সংশোধন বা নতুন করে বানানোর কাজ যদি গ্রাম পঞ্চায়েত দফতরে হয় তাহলে আমাদের অনেক সুবিধা হবে।”

আরও পড়ুনঃ মাথাভাঙ্গায় দুয়ারে সরকার কর্মসূচির আগে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে উদ্ধার তাজা বোমা

এই বিষয়ে ফালাকাটার বিডিও সুপ্রতিক মজুমদার বলেন, “এই ব্যাংক গুলো ও পোস্ট অফিস যেভাবে আধার কার্ডের কাজ করছে সেটা আদি অনন্ত কাল ধরে চলবে এবং হয়রানির শিকার হতেই হবে। যখন বিডিও অফিস আধার কার্ডের দায়িত্বে ছিল তখন আমরা দিনে তিন সাড়ে তিন হাজার আধার কার্ড জনগনকে দিয়েছি। প্রত্যেকটা জি,পি ও প্রত্যেকটা পার্টে গিয়ে এই কাজ গুলো করা হয়েছে। তবে এ বিষয়ে আমি জেলা শাসকের সঙ্গে কথা বলব।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here