গ্রীষ্মের পূর্বেই চাতক তপনের চকবলরাম গ্রামের বাসিন্দারা

0
40

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

তপন ব্লকের পানীয় জল সমস্যা অনেক দিন ধরেই। গরমের সময় এই ব্লকের মানুষদের জল কষ্ট বেড়ে যায় বহুগুণ। সরকার থেকে এই সমস্যার সমাধানে কিছু পদক্ষেপ নেওয়া হলেও স্বাধীনতার ৭২ বছরেও সমস্যার সমাধান হলো না তপন ব্লকের চকবলরাম গ্রামের।

villagers facing still water problem in chockboloram | newsfront.co
নিজস্ব চিত্র

ভোট আসে ভোট যায় নেতারা আশ্বাসবাণী শোনায়। জল সমস্যার সমাধান হয় না কখন। আদিবাসী অধ্যুষিত এই চকবলরাম গ্রামে সজলধারা প্রকল্পের মাধ্যমে পানীয় জলের সমস্যা সমাধানের আশ্বাস শোনানো হলেও এখনো তৈরি হয়নি সজলধারা প্রকল্পের কোন কাজ। ফলে গ্রামবাসীরা রয়েছে সেই তিমিরেই।

villagers facing still water problem in chockboloram | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ তৃণমূলের উদ্বাস্তু সেলের দায়িত্বে মুকুল, জানালেন পার্থ

গ্রামের ব্যবহারযোগ্য পাঁচটি টিউবলের মধ্যে তিনটিই অকেজো হয়ে পড়ে রয়েছে। পানীয় জলের জন্য গ্রামবাসীদের ভরসা বাকি দুটি টিউবওয়েল।

কিন্তু দুটির মধ্যেও একটির জল পানের অযোগ্য। তবুও জল কষ্টের জন্য গ্রামের মানুষ সেই অযোগ্য জলই বাধ্য হচ্ছেন। সামনেই আসতে চলেছে গ্রীষ্মের দাবদাহ এলাকায় শুরু হবে প্রচন্ড কষ্ট।

তাই নিয়েই চিন্তায় এই মুহূর্তে গ্রামের মানুষ। গ্রামের সাধারণ দরিদ্র মানুষ গুলির এই জল কষ্টের সমাধান কবে হবে এখন সেই প্রশ্নই গ্রামের মানুষের মনে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here